Tuesday, October 15, 2024
Homeরাজনৈতিকযা কিছু করেছে সায়গল করেছে, আমি কিছু জানি না, আচমকা ভোলবদল কেষ্ট...

যা কিছু করেছে সায়গল করেছে, আমি কিছু জানি না, আচমকা ভোলবদল কেষ্ট মন্ডলের

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): মেয়ের আসার খবর শুনেই ভোল বদল কেষ্টরএমনটাই অনুমান করা হচ্ছে । এতদিন যেখানে তিনি জানি না, মনে নেই বলেই কাটিয়ে দিচ্ছিল। কিন্তু হঠাত করেই এবার তিনি বলেছেন তিনি কিছুই জানে না, তার নাম ভাঙিয়ে তার প্রাক্তন দেহ রক্ষী সমস্তটা করেছে। এনামুল হককেও সে চেনে না।আগামীকাল বুধবার তার মেয়ে সুকন্যা ও আজ অনুব্রতকে মণীশের মুখোমুখি বসাতে চলেছে ইডি। গত বছর যখন সুকন্যাকে ডাকা হয়েছিল ইডির কাছে, তখন সে জানায় সমস্ত ব্যাপার সম্পর্কে কোনো ধারণা নেই তার। যা করেছেন তার বাবা করেছেন। শুধু নামটাই আমার। আমাকে যখন যেখানে সই করতে বলা হয়েছে তখন সে সেখানে সই করেছে।এই সমস্ত কথার সাথে অনুব্রত মন্ডলের জানি না মনে নেই কথাটা ঠিক যায় না। তাই হয়ত মেয়ের সামনে বসে এই কথা তিনি কখনই বলতে পারত না। তাই এবার তার ভোলবদল। এবার সমস্ত দায় সে তার প্রাক্তন দেহরক্ষীর ওপরে চাপাচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
তিনি এখন বলছেন সায়গল যদি এসব করে থাকে, তাহলে আমি কিছু বলতে পারব না। সম্প্রতি ইডির তরফ থেকে যে তথ্য উঠে আসছে সেটা হল, আগামী ১১-১২ দিনের মতো কেষ্টকে জেড়া করতে পারে ইডি।
বিশেষ করে সামনে মেয়ে সুকন্যা, মনীশদের এমনকি ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিট ও রাজীব ভট্টাচার্যকেও ইতিমধ্যে ডেকেছে ইডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments