*বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-* এদিন দিদির সুরক্ষাকবচ জনমুখী প্রকল্প মানুষের দুয়ারে কিভাবে পৌচ্ছানো যাবে এবং সাধারণ মানুষ সঠিক ভাবে এই প্রকল্পের সুবিধা পায় সেই বিষয়ে এদিন ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারীর উদ্যোগে পান্না ভবনে এক প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণ মানুষ কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবে তা নিয়েও মূলত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি বলে জানা যায়। এছাড়ও এখানে উপস্থিত ছিলেন ১নম্বর ব্লকের তৃণমূলের সকল নেতা-নেত্রীগণ। যুব সভাপতি গৌতম অধিকারী জানান মূলত পাঁচজন সদস্যদের একটি করে টিম মানুষের বাড়ি বাড়ি যাবে। এবং তারা যাতে দিদির এই চালু করা প্রকল্পের সুবিধা গুলো পায় এবং তাদের অভাব অভিযোগ গুলোও খতিয়ে দেখবে এই টিমের সদস্যরা।