নিজস্ব প্রতিনিধি(রজত রায়): রহস্যময়ীর পর্দা ফাঁস। খোঁজ মিলল কুন্তল ঘোষ বর্ণিত হৈমন্তি গঙ্গোপাধ্যায়ের। বৃহস্পতিবার আলিপুর কোর্ট থেকে জেলে হেপাজতে যাওয়ার সময় বিস্ফোরক মন্তব্য করেছিলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় হৈমন্তীর নাম নিয়েছিলেন তিনি। কুন্তলের দাবি, নিয়োগ দুর্নীতির মোটা অংকের টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে। হৈমন্তী গোপাল দলপতির স্ত্রী। যদিও তিন বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদে হয়ে গিয়েছিল।
জানা গিয়েছে, হৈমন্তী হাওড়ার মেয়ে। হাওড়ার উত্তর বাকসাড়ার বাসিন্দা। ওই বাড়িতে তাঁর বাবা, মা ও বোন থাকেন। তিনি একসময় মডেলিং করতেন। প্রতিবেশীদের দাবি, কয়েকদিন আগেও বিলাসবহুল গাড়িতে চেপে এই বাড়িতে আসতে দেখা গিয়েছে হৈমন্তীকে। সে সিরিয়ালে অভিনয় করত বলেই তাঁর বাবা ও মায়ের দাবি ছিল।
এদিন হৈমন্তীর মা মেয়ের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘ও আর নেই। আমার কাছে ও মরে গেছে। ওদের কারও সঙ্গে আমাদের যোগাযোগ নেই।’ সূত্রের খবর, হৈমন্তী মুম্বইয়ে একটি সংস্থা চালাতেন। ডালহৌসিতেও তাঁর একটি অফিস রয়েছে। যদিও তা এখন তালাবন্ধ। অন্যদিকে কুন্তলের আরও দাবি, উত্তরবঙ্গের এক প্রভাবশালী নেতার পিএ-এর অ্যাকাউন্ট থেকে গোপাল দলপতির অ্যাকাউন্টে ৩৯ লক্ষ টাকা ঢুকেছিল। সেই টাকা গোপাল হৈমন্তীর সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন।