নিজস্ব প্রতিনিধি(রজত রায়)শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে শিলিগুড়িতে এসে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী । শনিবার ফাঁসিদেওয়াতে ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করেন কংগ্রেস নেতা। এদিকে, তৃণমূল যুব কংগ্রেস নেতা কুন্তল ঘোষ টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনায় অধীরের বলেন, ‘এগুলি ছোটখাটো দু’চারটে ছা-চিমড়ে ধরা পড়ছে। রাঘববোয়ালরা এখনও বাইরে রয়েছে।‘
তাঁর মন্তব্য, এই দুর্নীতি, জালের মতো শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। সরকারের সরাসরি মদতে টাকা নিয়েছে এবং খেয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের মদতে এই কারবার চলছে। এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে জড়িত মূল কারবারিরা যাতে ধরা না পড়ে, সেই জন্য কেন্দ্রে মোদি এবং রাজ্যে মমতা সমঝোতা করে রেখেছে। অধীর রঞ্জন বলেন, ‘একথা আমি বারবার বলে আসছি।‘দীর্ঘ ২৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার গ্রেপ্তার হয়েছেন হুগলির তৃণমূল যুব কংগ্রেস নেতা কুন্তল ঘোষ। গ্রেপ্তারির পরই ফ্ল্যাট থেকে বেরোনোর সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘২০১৫ সাল থেকে তাপস মণ্ডলকে চিনি। আমার থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল তাপস। ঘুষের টাকা না দেওয়ায় এই হাল। পুরোটাই তাপস মণ্ডলের ষড়যন্ত্র। আমাকে ফাঁসানো হয়েছে।‘ যদিও, যুব নেতার তোলা এই অভিযোগে পাত্তা দিতে নারাজ তাপস মণ্ডল।এদিন বিধাননগরে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা দার্জিলিং জেলায় প্রবেশ করে। সেই পদযাত্রা শেষে এই নিয়োগ দুর্নীতি নিয়ে অন্য সমীকরণ তুলে ধরেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিনের ভারত জোড়ো যাত্রার অঙ্গ হিসেবে মোট ১১ কিলোমিটার পদযাত্রা হয়েছে। দার্জিলিং জেলার কংগ্রেস নেতা শংকর মালাকার সহ এলাকার নেতা-কর্মীরা এই কর্মসূচিতে পা মিলিয়ে ছিলেন।