Tuesday, October 8, 2024
Homeরাজনৈতিকরাজনীতিতে আসছেন কী? জল্পনা উড়িয়ে দিয়ে অক্ষয় কুমারের উত্তর "না"

রাজনীতিতে আসছেন কী? জল্পনা উড়িয়ে দিয়ে অক্ষয় কুমারের উত্তর “না”

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্তি হিসেবে পরিচিত। বলিউডের একের পর এক ছবি বয়কট নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে মুখে রা কাড়েননি। ফলে জল্পনা চলছিল, আগামী লোকসভা ভোটের আগেই গায়ে গেরুয়া চোলা চাপাতে পারেন খিলাড়ি অক্ষয় কুমার। সাংসদ পদে দাঁড়াতেও পারেন।কিন্তু শনিবার এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ত্‍কারে বলিউডের ফ্লপ মাস্টার জানিয়ে দিয়েছেন, আপাতত রাজনীতিতে পা রাখছেন না। বরং আম জনতার মনোরঞ্জনের দিকেই নজর দেবেন।
সাক্ষাতকারে অক্ষয় বলেছেন, ‘আমি কখনই ভাবিনি রাজনীতি করব। এখনই রাজনীতিতে আসার কোনও সম্ভবনা নেই। কিন্তু ভবিষ্যতে কী হবে, তা এই মুহুর্তে বলতে পারছি না। আপাতত লক্ষ্য একটাই অভিনয় করে যাওয়া। মানুষকে মনোরঞ্জন করা।’ গত লোকসভা ভোটের আগে বিজেপি বান্ধব একটি সংবাদ সংস্থার হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতকার নিতে গিয়ে বেশ কিছু হাস্যকর প্রশ্ন করে নেটা নাগরিকদের হাসির খোরাক হয়েছিলেন বলিউডের খিলাড়ি অভিনেতা। দেশের স্বঘোষিত প্রধান সেবক কীভাবে আম খান সেই প্রশ্ন করে ট্রোল হয়েছিলেন। এদিন ওই বিষয়ে জিজ্ঞেস করা হলে অক্ষয় বলেন, ‘আমি কৌতুহলবশত ওই প্রশ্ন করেছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয় তেকে আমাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল, আমি মন খুলে প্রশ্ন করতে পারি। আম যেহেতু আমার প্রিয় ফল, তাই আম নিয়ে প্রশ্ন করেছিলাম।’
পান মশলার বিজ্ঞাপন করা নিয়েও নেটা নাগরিকদের চরম সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল অক্ষয়কে। এদিন সাক্ষা‍ত্‍কারে স্পষ্টই স্বীকার করেছেন, অর্থের জন্য পান মশলার বিজ্ঞাপনে অভিনয় করা উচিত হয়নি। ওই রাতে আমি ঠিকভাবে ঘুমোতেও পারিনি। যে কারণে দ্রুত ক্ষমা চেয়ে বিজ্ঞাপন তেকে সরে দাঁড়িয়েছিলাম।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments