নিজস্ব প্রতিনিধি(রজত রায়)তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন এক তারকা সহ বিজেপির দুই বিধায়ক। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা। সূত্র মারফত জানা যাচ্ছে, তৃণমূলে যোগদান করলে কোন পদ পাবেন তাঁরা সে বিষয়ে এদিন ক্যামাক স্ট্রীটে আলোচনা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও দুই বিধায়ক কে কে সে বিষয়ে কিছুই জানা যায়নি। ওয়াকিবহল মহলের ধারণা, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেবেন এই দুই বিজেপি বিধায়ক। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে স্পষ্টভাবে এখনও কোনও তথ্য মেলেনি।
উল্লেখ্য, দোরগোড়ায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। যদিও এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতে বিজেপি ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে দলকে একজোট করার। কিন্তু অন্তরকলহ অব্যহতই রয়েছে বঙ্গ বিজেপিতে। দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিজেপির দুই বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধাক্কা পেতে চলেছে বিজেপি। এমনটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের।