Wednesday, October 9, 2024
Homeরাজ্যরাজ্যের বকেয়া টাকা মিটিয়ে দিলো কেন্দ্রীয় সরকার, এবার কি DA দেবে রাজ্য...

রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে দিলো কেন্দ্রীয় সরকার, এবার কি DA দেবে রাজ্য সরকার?

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): কেন্দ্র রাজ্যের টাকা মিটিয়ে দেয় নি, আবাস যোজনার টাকা, সড়ক যোজনার টাকা, এমনকি একশোদিনের টাকা সমস্ত কিছুই কেন্দ্র বাকি রেখেছে, এই নিয়ে বহুবার মুখ্যমন্ত্রী কেন্দ্রকে তুলোধনা করেছে। এবার এই অভিযোগের মধ্যেই কেন্দ্র রাজ্যকে টাকা পাঠালো। কর বাবদ যে টাকা বকেয়া ছিল সেই টাকা মিটিয়ে দিল কেন্দ্র ১০ হাজার ৬৪২ কোটি টাকা।পশ্চিমবঙ্গের সাথে সাথে উত্তরপ্রদেশ, নাগাল্যান্ড টাকা পেয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর সেই প্রাক্কালে কেন্দ্র রাজ্যকে টাকা পাঠালো। বঙ্গ বিজেপির লেখা চিঠি তেমন একটা কাজে এল না, কারণ কেন্দ্র কিন্তু টাকা পাঠিয়েই দিল।কর বাবদ যে টাকা বকেয়া ছিল সেই সমস্ত টাকা মিটিয়ে দিল কেন্দ্র, কারণ সামনেই নতুন অর্থ বর্ষ তার আগেই কর সংক্রান্ত সমস্ত টাকা মিটিয়ে দিল কেন্দ্র। আর তার ফলে বাংলা পেল ১০ হাজার ৬৪২ কোটি টাকা।এখন আবার রাজ্যে নতুন এক বিষয় নিয়ে চাপে রাজ্য সরকার, সরকারি কর্মচারিদের বকেয়া ডিএ। ইতিমধ্যেই সংগ্রামী মঞ্চ অনশন চালিয়ে যাচ্ছে। তাদের সাথে আরও অনেক কর্মচারী যোগ দিয়েছে। গতকাল ১০ ই মার্চ ধর্মঘটও ডেকেছিল তারা।সেই হিসেবে কেন্দ্র বকেয়া মিটিয়ে দিয়েছে। তাহলে কি কর্মচারীরা এবার তাদের বকেয়া ডি এ পাবে? সেটা অবশ্য সময়ই ভালো উত্তর দিতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments