Thursday, June 19, 2025
Homeখবররামনগরের গোবরায় জল ক্লোরিনেশন প্ল্যান্ট এর ভিত্তি প্রস্তর স্থাপনে বিধায়ক অখিলি গিরি

রামনগরের গোবরায় জল ক্লোরিনেশন প্ল্যান্ট এর ভিত্তি প্রস্তর স্থাপনে বিধায়ক অখিলি গিরি

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর -১ ব্লকের গোবরা পঞ্চায়েত এলাকার আকনা বিরামপুর মৌজায় ১ নম্বর খতিয়ানভুক্ত জায়গায় আকনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ফিফটিন ফাইন্যান্স তহবিলের প্রাপ্ত অর্থ জল ক্লোরিনেশন প্ল্যান্ট এর এক গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্থ স্থাপন হল। মাঙ্গলিক কর্মসূচির পর ইট বসিয়ে স্থিতিস্থাপন করেন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এই প্লান্টের মাধ্যমে জলের ক্লোরিনের পরীক্ষা করা যাবে । উপস্থিত হয়ে বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই প্লান্টের কাজ শেষ হলে এলাকায় জলের বিতরণ শুরু হবে। এক টাকায় ১ লিটার হিসাবে কুড়ি লিটার জল কুড়ি টাকায় পাওয়া যাবে। এই ব্লকের নটি পঞ্চায়েত সহ যাতায়াতকারী সমস্ত মানুষের পানীয় জলের সুবিধা হবে বলে তিনি জানিয়েছেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর -১ কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র, গোবরা গ্রাম পঞ্চায়েত প্রধান দীপিকা সাউ ভূইয়া, উপ প্রধান দীপক পয়ড়্যা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments