নিজস্ব প্রতিনিধি(রজত রায়): রাম-বাম জোট নিয়ে একেবারেই উল্টো শুর সিপিআইএমের গলায়। রবিবার দীঘায় শুভেন্দুকে পাল্টা জবাব দিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। বিজেপি-তৃণমূলের থেকে সমদূরত্ব বজায় রেখে তিনি বলেন, “তৃণমূল দলে সবাই চোর নয়, সবাই খারাপ নয়, ভাল মানুষ আছেন। আবার একইভাবে সব বিজেপি দাঙ্গাবাজ নয়, বিজেপি করেন এমন ভাল লোকজনও আছেন। কেউ বিজেপিকে হারাবার জন্য তৃণমূলে গিয়েছেন, কেউ তৃণমূলকে হারানোর জন্য বিজেপিতে গিয়েছেন। কিছু লোকজন আছেন সরকারের থেকে কিছু সুযোগসুবিধা নেবেন, তাই দলবদল করেছেন।”
এরপরই তাঁর হুঁশিয়ারি, “কেউ যদি মনে করেন, বিজেপিতে গিয়ে তৃণমূলকে ঠেকানো যাবে। আবার উলটোদিক থেকেও কেউ যদি মনে করেন, তৃণমূলে গিয়ে বিজেপিকে হঠানো যাবে, এরকম কেউ থাকলে লাল ঝান্ডার পার্টিতে তাঁর জায়গা নেই। জায়গা থাকবে না। এই বার্তা ছড়িয়ে দিতে হবে সব জায়গায়।”
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন,” বামের ভোট অনেকটাই গিয়েছে রামে যার জেরে বিপুল সংখ্যা ভোটে জয় লাভ করেছে বিজেপি”। এবার শুভেন্দুকে পাল্টা দিলেন সিপিএম নেতা সূর্যকান্ত।