Sunday, September 15, 2024
HomeUncategorizedরুপোলী পর্দায় আসছে মোদির দ্বিতীয় বায়োপিক

রুপোলী পর্দায় আসছে মোদির দ্বিতীয় বায়োপিক

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে যখন সারাদেশে বইছে বাঁধভাঙা উন্মাদনা ও উচ্ছ্বাসের ঢেউ, ঠিক তখনই নিঃশব্দে সিলভার স্ক্রিনে মুক্তি পাওয়ার অপেক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক – ‘এক নয়া সবেরা’ বা নতুন ভোর৷

সূত্রের খবর, আর দু মাসের মধ্যেই মুক্তি পেতে চলেছে গুজরাটের জনপ্রিয় চিত্র পরিচালক সাব্বির কুরেশি নির্দেশিত এই ছায়াছবি যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় বায়োপিক বলে ইতিমধ্যেই চিহ্নিত৷ ড. বি আবদুল্লা প্রয়োজিত ও সাব্বির কুরেশি নির্দেশিত ‘এক নয়া সাবেরা’য় মোদির নামভূমিকায় অভিনয় করেছেন রুদ্র রামটেকার (মোদির ছোটবেলা) ও বিকাশ মাহান্তে (মোদির বড়বেলা), মোদির বাবার চরিত্রে সুলতান খান ও মা হীরাবেনের চরিত্রে অভিনয় করেছেন শান্তিদেবী আগরওয়ালের মত ‘ঘালিউড’ বা গুজরাট সিনে ইন্ডাস্ট্রির খ্যাতনামা শিল্পীরা। প্রায় ১ ঘন্টা ১৫ মিনিটের এই সিনেমায় মোদির ছোটবেলা থেকে দেশের প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ পর্যন্ত বিস্তৃত। প্রধানমন্ত্রী মোদির জীবনের এই অভাবনীয় সফরকে সেলুলয়েডের পর্দায় তুলে ধরার সংকল্প প্রায় দেড় বছর ধরে নিয়েছেন সাব্বির কুরেশি ও তাঁর টিম। কুরেশি জানিয়েছেন, ‘আমি নিজে মোদি ভক্ত, প্রধানমন্ত্রীর বিশেষ গুণগ্রাহী। তাঁর জীবন সংগ্রাম প্রতিনিয়ত আমাকে উদ্বুদ্ধ করে। তিনি সব দেশবাসীর জন্য ‘এক নতুন ভোর’ আনার স্বপ্ন দেখেছেন, সে স্বপ্ন উন্নয়ন, প্রগতি ও বিকাশের। সেই স্বপ্নের নেপথ্যে থাকা অশ্রুত কাহিনিই তুলে ধরা হবে এই সিনেমায়।’ কুরেশির দাবি, দেড় বছর আগেই এর শুটিং শেষ হয়েছে৷ খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার। ফেব্রুয়ারী-মার্চের মধ্যেই মুক্তি পাবে ছবিটি। গুজরাটি ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ভাষায় মুক্তি পাবে নরেন্দ্র মোদির দ্বিতীয় বায়োপিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments