নিজস্ব প্রতিনিধি(রজত রায়): লোকসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনের দিকে নজর রাখছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আবারও রাজ্যে আসছেন ১২ ফেব্রুয়ারি, রবিবার। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক ছাড়াও বিজেপি সভাপতির দুটি জনসভা করার কথা রয়েছে। একদিনের সফরে থাকলেও। পুজোর সঙ্গেই নির্বাচনী প্রচারণায় নামবেন জেপি নাড্ডা।
মনে করা হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে জেপি নাড্ডা বাগড়া দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১২ ফেব্রুয়ারি, রবিবার রাজ্য সফরে আসার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে, ১২ ফেব্রুয়ারি শাহের পক্ষে রাজ্যে আসা সম্ভব নয়।
তাই তাঁর জায়গায় রবিবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এ দিন রাজ্যের দুই জেলা পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে জনসভা করার কর্মসূচিও রয়েছে তাঁর।
বিজেপি সূত্রে খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রবিবার, ১২ ফেব্রুয়ারি সকালে কলকাতা বিমানবন্দরে নামবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পূর্ব বর্ধমানে যাবেন। সেখানে কালীমন্দিরে পুজো করবেন তিনি। তারপর কাটোয়ায় জনসভা করবেন বিজেপি সভাপতি। জনসভা শেষে জেলার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর বিকেলে পূর্ব মেদিনীপুরে জনসভা করবেন নাড্ডা। সেখানেও জনসভা শেষে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর সেখান থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে এসে রাতের ফ্লাইটে দিল্লীর উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে তাদের জায়গা মজবুত করতে মরিয়া। একদিকে যেখানে সংগঠনকে শক্তিশালী করতে বহুবার রাজ্য সফর করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, অন্যদিকে বিজেপির বড় বড় নেতারা রাজ্য সফর শুরু করেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিজেপির প্রতিটি কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় ১২টি জনসভা করার কর্মসূচি স্থির করেছে। সেই কর্মসূচি অনুযায়ী ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মাঠে নামতে শুরু করেছে। এই বছর বাংলায় পঞ্চায়েত নির্বাচনও হতে চলেছে এবং পঞ্চায়েত নির্বাচনের অজুহাতে বিজেপি বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করার মহড়া শুরু করেছে এবং এই জনসভাগুলিকে তার একটি অংশ হিসাবে বিবেচনা করা হচ্ছে।