Tuesday, November 12, 2024
HomeSample Page

Sample Page Title

শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠ-এর তৃতীয় বার্ষিক আন্তর্জাতিক জ্যোতিষ মহাসম্মেলন।আয়োজক-শিবালয় ট্রাস্ট।

শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠ-এর তৃতীয় বার্ষিক আন্তর্জাতিক জ্যোতিষ তন্ত্র ও বাস্তু মহাসম্মেলন মূলত জ্যোতিষ তন্ত্র ও বাস্তু সমন্ধে জ্ঞান গর্ব আলোচনা এবং যারা তন্ত্র ও বাস্তু নিয়ে কাজ করে তাদের সম্মান প্রদান এছাড়াও শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠ ইনস্টিটিউট থেকে পাস করেছে ভারত, বাংলাদেশ, অস্ট্রোলিয়া, নিউজিল্যান্ড থেকে বাঙালি ৪২ জন স্টুডেন্টস কে স্কলারশিপ দেওয়া হলো এবং ৩জন কে এবছর পি.এইচ.ডি দেওয়া হলো।থিসিস রাইটিং এর ওপরে ক্লাস করানো হয়।

রাজস্থান, বিহার, উড়িষ্যা,তথা বাংলাদেশ থেকে ৭ জন প্রতিনিধি সহ উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট জ্যোতিষ মন্ডলীরা শিবালয় ট্রাস্টের ফাউন্ডার প্রেসিডেন্ট শ্রী ব্রাহ্মাণণ্দ, ট্রেজারার সুস্মিতা শাস্ত্রী, সেক্রেটারি ডঃ অনিন্দ্য এক্সেকিউটিভ মেম্বার শ্রী বিনয় মহারাজ প্রভৃতি উল্লেখযোগ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কেউ জ্যোতিষ তন্ত্র ও বাস্তু নিয়ে পড়াশোনা বা পি.এইচ.ডি করতে চাইলে শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠ ইনস্টিটিউটের রেজিস্ট্রেশন অফিস রিরসা এবং অনলাইন ক্লাস এবং কলকাতা দমদমে অফলাইন ক্লাস গ্রহনের মাধ্যমে জ্ঞান অর্জনের জন্য স্বাগত জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments