Sunday, September 15, 2024
Homeকলকাতাশুধু Adeno ভাইরাস নয়, ভাইরাসের ককটেলে নাজেহাল অবস্থা কলকাতার শিশুদের!

শুধু Adeno ভাইরাস নয়, ভাইরাসের ককটেলে নাজেহাল অবস্থা কলকাতার শিশুদের!

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): কোভিডে শিশুদের সেরকম কোনো ক্ষতি হয়নি কিন্তু এইবার শিশুদের নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। অ্যাডিনো ভাইরাসের আক্রমণে নাজেহাল শিশুরা। অ্যাডিনো ভাইরাসে কাবু সমগ্র পশ্চিমবঙ্গ। দু’বছর থেকে দশ বছরের শিশুদের মধ্যেই এই ভাইরাসের প্রকোপ বেশি দেখা যাচ্ছে।গত কয়েক সপ্তাহের মধ্যেই সংক্রমণ এতটাই বেড়েছে যে সরকারি থেকে বেসরকারি সমস্ত হাসপাতালেই শিশু রোগী ভর্তির জায়গা পাওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে। শিশুরোগ বিশেষজ্ঞ দিব্যেন্দু রায়চৌধুরী জানিয়েছেন “করোনা ভাইরাসে যা হয়নি, তাই ঘটছে অ্যাডিনো ভাইরাসে।”সূত্রে খবর ঢাকুরিয়া,মুকুন্দপুর,সল্টলেক হাসপাতালে শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি ১১৫ জন। এছাড়া কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ৩০জন,ফর্টিস হাসপাতালে ৩৪ জন এবং রুবি হাসপাতালে ৩৩ জন।
বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা একসাথে জোড়া ভাইরাসের আক্রমণের শিকার হচ্ছে। যেমন- অ্যাডিনো ভাইরাসের সঙ্গে রাইনো ভাইরাস বা মেটা নিমো ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।অনেক ক্ষেত্রে একটি ভাইরাসের আক্রমণ থেকে সেরে উঠতে না উঠতে আরেকটি ভাইরাস আক্রমণ করছে।

অ্যাডিনো ভাইরাসের উপসর্গ –

সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতোই জ্বর, মাথাব্যথা, সর্দি-কাশি হয় কিন্তু সারতে অনেকদিন সময় লাগে।

অ্যাডিনো ভাইরাসের চিকিৎসা-

চিকিৎসকদের মতে নির্দিষ্ট কোনো ওষুধ নেই এই ভাইরাসের।জ্বরের জন্য ক্যালপল বা প্যারাসিটামল ওষুধ দেওয়া হয়।শ্বাসকষ্ট বা অন্য কোনও সমস্যা দেখা দিলে বিশেষ পর্যবেক্ষণে রাখতে হয়।

এই ভাইরাসের হাত থেকে বাঁচতে অসুস্থ শিশুদের স্কুলে পাঠানো যাবেনা। স্কুলে দূরত্ববিধি মেনে চলতে হবে।মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments