নিজস্ব প্রতিনিধি(রজত রায়): গ্রুপ ডি পদে বেআইনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ১৯১১ জনের চাকরি বাতিল হয়েছে। তারপরেই আদালতে তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যারা বেআইনিভাবে গ্রুপ ডি চাকরি পেয়েছে তারা এত বছর থেকে যে বেতন পেয়েছে সেটাও তাদের ফেরত দিতে হবে।ঠিক একইভাবে যেভাবে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী নিজের বেতন ফেরত দিয়েছিল। কিন্তু এবার আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করেই চাকরি বাতিল হওয়া সমস্ত গ্রুপ ডি রা এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে।বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তাঁরা। চাকরি বাতিল হওয়ার পর তারা আদালতে উলটো প্রশ্ন করেছে যে, গত পাঁচ বছর থেকে তারা চাকরি করছে চাকরি পাওয়ার পর যথাযথ শ্রম দিয়েছে তারা।
তাহলে কেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? এই কথা শোনার পর ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল বৃহস্পতিবার এইনিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন স্বীকার করেছে যে, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ২৮২৩ জনের ওএমআর শিট বিকৃত করে চাকরি দেওয়া হয়েছে। যাদের মধ্যে ১৯১১ জনের চাকরি বিভিন্ন স্কুলে দেওয়া হয়েছে। এবার তাদেরই চাকরি বাতিল করার নির্দেশ দেওয়ার সাথে সাথে টাকা ফেরত দেওয়ার কথাও বলে আদালত।।