নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার):জাতীয় রাজনীতিতে (Budget 2023) কংগ্রেস এবং তৃণমূলের সমীকরণে ফের বদলের ইঙ্গিত! সংসদে রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণ শুরুর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে হাজির হলেন তৃণমূলের দুই শীর্ষ নেতা।
বুধবার দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আয়কর ছাড় থেকে শুরু করে আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি, একাধিক চমক ছিল এই বাজেটে। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে ‘অমাবস্যার বাজেট’ বলে কটাক্ষ করেছেন।
অন্যদিকে, রাহুল গান্ধী বাজেটকে ‘অলীক’ বাজেট বলে তোপ দেগেছেন। আজ রাষ্ট্রপতির অভিভাষণে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের উপর আলোচনা হতে চলেছে। এই বাজেটকে সামনে রেখে বিজেপিকে তোপ দাগতে বিরোধীদের সঙ্গে বৈঠক করছে কংগ্রেস। মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বাজেট নিয়ে এই আলোচনায় উপস্থিত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন।
তাহলে কি ফেরত তৃণমূল এবং কংগ্রেস) মধ্যে বদল হচ্ছে সমীকরণ? কদিন আমাদের ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়ার আমন্ত্রণ যোগ ছিল তৃণমূল। যা নিয়ে বিস্তর লেখা হয়েছে। সহজ বিরোধিতা তৃণমূলের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তাঁর কাছে আমার আমন্ত্রণপত্র আসে। সেসব পর্ব মিটতে না মিট ভোটে ফের কাঁধ কাঁধ লড়াই ইঙ্গিত মিলল দুই শিবিরের তরফে।