Wednesday, October 9, 2024
Homeবিনোদনসতীশের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য, ফার্ম হাউজ থেকে উদ্ধার হল সন্দেহজনক ‘ওষুধ’

সতীশের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য, ফার্ম হাউজ থেকে উদ্ধার হল সন্দেহজনক ‘ওষুধ’

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): বলিউড অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিকের মৃত্যুতে এল নতুন মোড়। দিল্লি পুলিশ এই বলি তারকার মৃত্যুর মামলায় তদন্ত করে দিল্লির এক ফার্ম হাউজ থেকে কিছু ওষুধ উদ্ধার হয়েছে। যেখানে মারা যাওয়ার আগে পার্টি করেছিলেন প্রয়াত অভিনেতা। আপাতত দিল্লি পুলিশ মৃত্যুর আসল কারণ জানার চেষ্টা করছে।
সতীশ কৌশিকের মৃত্যুর সঙ্গে কি যোগ রয়েছে ওই ওষুধের? উত্তর পেতে অভিনেতার দেহের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করেছে দিল্লি পুলিশ। শোনা যাচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ। প্রয়াত অভিনেতার হৃদয় ও রক্তের নমুনা রাখা হয়েছে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য। শোনা যাচ্ছে, এখনও মৃত্যুর কারণ সম্পর্কে পোক্ত কোনও তথ্য দেননি চিকিৎসকরা। সপ্তাহখানেক বা ১৫ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট পেলে অভিনেতার মৃত্যুর কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।৯ মার্চ ভোরে মেলে দুঃসংবাদ। বলিউডের বিশিষ্ট অভিনেতা অনুপম খের টুইট করে জানান, বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক প্রয়াত। অনুপম জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর তিন দশকের প্রিয় বন্ধুর। জানা যায়, দিল্লিতে এক বন্ধুর খামারবাড়িতে হোলির পার্টিতে উপস্থিত ছিলেন সতীশ। সেখানেই থাকাকালীনই অস্বস্তি বোধ করেন তিনি। গাড়ি করে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতা-পরিচালকের।
সূত্রের খবর, দিল্লির এক শিল্পপতির ফার্ম হাউজে চলছিল ওই পার্টি। পুলিশ চোখ রাখছে নিমন্ত্রিতের তালিকাতেও। অনুষ্ঠানে একজন শিল্পপতিও জড়িত ছিলেন, যিনি একটি মামলায় ওয়ান্টেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments