নিজস্ব প্রতিনিধি(রজত রায়): সন্দেশখালি নিয়ে ভালো নাটক করেছে’, এভাবেই বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নদিয়ার চাকদা দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। মমতা বলেন, ‘সন্দেশখালি নিয়ে ভালো নাটক করেছে। এখন আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে। আমি অনেক দিন ধরে বলছিলাম, এটা পরিকল্পনা করে করা হয়েছে। গোটাটাই বিজেপির তৈরি নাটক।’
শনিবার সন্দেশখালি সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সন্দেশখালি দু’নম্বর মণ্ডলের সভাপতি গঙ্গাধরকে দেখা গিয়েছে। সন্দেশখালির সমস্ত ঘটনা ‘সাজানো’ বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। শুভেন্দু অধিকারী তাঁকে সাহায্য করেছেন, এমনও দাবি করেন গঙ্গাধর।
যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। তবে গঙ্গাধরের অভিযোগ, ওই ভিডিয়ো তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে বানানো হয়েছে। প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। অন্যদিকে, বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র এদিন গঙ্গাধরের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘ভয় দেখিয়ে ওঁকে দিয়ে এসব বলানো হয়েছে। যা বলা হয়েছে তা সত্য নয়।’