বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসানসোল শহরে আজ এক ব্যতিক্রমী ও ব্যাপক বৃক্ষরোপণ সমারোহের আয়োজন করা হয়েছে। পরিবেশকে আরও সবুজ, নির্মল ও দূষণমুক্ত করে তোলার অঙ্গীকারে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে আসানসোল পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।
এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য আসানসোলকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা। পরিবেশবান্ধব ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার প্রয়াসে সকল নাগরিক, ছাত্রছাত্রী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে।
এই আয়োজনের মাধ্যমে আসানসোলবাসী একটি পরিবেশ সচেতন সমাজ গঠনের পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো