নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালীর এক প্রিয় উতসব সরস্বতী পূজা। বাঙালীর কাছে এই সরস্বতী পূজা খুব স্পেশাল। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এই উৎসব দারুণ ভাবে দাগ কাটে। আসলে সরস্বতী পূজার কিছুদিন পরেই ভ্যালেন্টাইন ডে। তবে বাঙ্গালীর ভ্যালেন্টাইন ডে কিন্তু এই সরস্বতী পূজাই।তাই এর চমকটাই থাকে আলাদা। সকাল থেকে বিদ্যার দেবীর আরাধনা করার জন্য উপোস থেকে আমরা অঞ্জলি দেই, মায়ের কাছে বিদ্যার আশায়। আর তারপরেই বন্ধুবান্ধব মিলে ছেলেরা হলুদ প্নজাবী আর মেয়েদের বেশীরভাগ দেখা যায় বাসন্তী রঙের শাড়িতে।এই যুগলবন্দী বাঙ্গালীদের মধ্যে চলে আসছে বছরের পর বছর থেকে। কিন্তু এই সবের মধ্যেও যেটা এবারের সরস্বতী পূজাকে আরও বেশী স্পেশাল করবে বলে মনে করা হচ্ছে, সেটা হল সরস্বতী পূজার থিম। কারণ এবারের সরস্বতী পূজার সাথে থিম হিসেবে জড়িয়ে রয়েছে নিয়োগ দুর্নীতি মামলা।
মানিকতলার একটি পূজোতে মন্ডপের ভেতরে তৈরী করা হয়েছে পার্থ ও অর্পিতার মূর্তি। আর সেটা দেখতেই মানুষ ভিড় জমাচ্ছে। এই শীতের মধ্যে বাঁক দেবীর আরাধনার জন্য মৃত শিল্পীরা ত্রিপল টাঙ্ঘিয়ে প্রতিমা গড়ার কাজ চালান। এবার সেই প্রতিমা তৈরীর কাজ শেষের দিকে, কারণ এবার ভিন রাজ্যে, ভিন জেলায় প্রতিমা পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত।