- ২৫, ২৬ ও ২৭ শে জানুয়ারী অন্বেষণ স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় উত্তরায়ন নাগরিকবৃন্দের সহযোগিতায় বারাসাত মেডিকেল কলেজের ঠিক পেছনে নবারুন সংঘের মাঠে অনিষ্ঠিত হোল সরস্বতী পূজা ম্যারাথন দৌড় ও অন্বেষণ এর বাৎসরিক ক্রিড়া প্রতিযোগিতা । গত ২৫ শে জানুয়ারী উদবোধন অনুষ্ঠানে উপ স্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌরপারিষদ সদস্য মাননীয় সৌমেন আচার্য উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার ১৬ নংওয়ার্ডের মাননীয়া পৌরমাতানীলিমা মণ্ডল।
২৬ শে জানুয়ারী পালিত হয় প্রজাতন্ত্র দিবস অন্বেষণ এর ক্রীড়া সম্পাদক প্রক্তন সেনা কর্মকর্তা নিশিকান্ত রায় জাতীয় পতাকা উত্তল করেন অন্বেষণ এর পতাকা উত্তলন করেন অন্বেষণ এর সভাপতি দেবজ্যোতি মন্ডল। সকাল ১১ টায় বাগদেবীর পূজা সম্পন্ন হয় বেশ ক কয়েকজন বাচ্ছা হাতে খড়ি দেয় তাদেরকে অন্বেষণ এর প ক্ষ থেকে স্লেট, পেন্সিল,তুলে দেওয়া হয়। পূজা পুষ্পাঞ্জলির শেষে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার ছাত্র ছাত্রী দের হাতে তুলে দেওয়া হয় শিক্ষন সামগ্রী ( এক্সাম বোর্ড, পেন, খাতা)
দুপুরে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা যেখানে প্রায় ৫২ জন প্রতিযোগী অংশ নেয়। স ন্ধ্যায় মায়েদের জন্য ছিল বেশ কিছু খেলা মোমবাতি প্রজ্বলন, শংখ বাজানো প্রতিযোগিতা, মিউজিকাল বল ।
২৭ জানুয়ারী সকাল ৮ টায় অনুষ্ঠিত হয় ১০ কিমি ম্যারাথন দৌড় ছেলে ও মেয়েদের মিলে প্রায় ৫৫ জন প্রতিযোগী বিভিন্ন জেলা থেকে অংশ নেয় শুধু পশ্চিমবঙ্গের মধ্যাই সীমাবদ্ধ ছিল না উত্তর প্রদেশ থেকেও বেশ কয়েজন প্রতিযোগী এই ম্যারাথন ইভেন্টে অংশ নেয়। বারাসাত পূলিশ প্রশাসন এই ম্যারাথন ইভেন্ট পরিচালনায় অত্যন্ত সহযোগিতা করেন। এই ম্যারাথন ইভেন্ট সবুজ পতাকা নাড়িয়ে শুরু করেন বারাসাত পৌরসভার পারিষদ সদস্য সৌমেন আচার্য ও কাউন্সিলর নীলিমা মণ্ডল। উত্তর প্রদেশ থেকে আগত ওমপ্রকাশ পাশোয়ান এই ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকার করে পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন All India NGO welfare Assiociation এর সভাপতি তাপস দে ও International Karate Refree সুখেন্দু মণ্ডল । উপস্থিত ছিলেন কল্যানী পাবলিক স্কুলের প্রিন্সিপাল রুপা দে ম্যাডাম উনি বাচ্চাদের মিনি ম্যারাথন ইভেন্ট টি শুরু করে দেন।
অনুষ্ঠিত হয় আকর্ষনিয় প্যারেড কম্পিটিশন এছাড়াও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বস্তা দৌড়, হবসকস, বলথেকে বাচো, স্লোসাইকেলরেস।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সংস্কৃতিক অনুষ্ঠান ।