Wednesday, October 9, 2024
Homeরাজনৈতিকসাগরদিঘির ভোটের ফল দেখে কুণালের মুখে," দলে রসতর্ক হওয়া উচিত্‍ ছিল!"

সাগরদিঘির ভোটের ফল দেখে কুণালের মুখে,” দলে রসতর্ক হওয়া উচিত্‍ ছিল!”

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): সাগরদিঘি উপ নির্বাচনে ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। তার পরেই এদিন বিষয়টি নিয়ে বাম এবং কংগ্রেস জোটকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুরেই কার্যত সুর মিলিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও নিশানা করলেন বাম-কংগ্রেস জোটকে।
কুণাল বলেন, “সাগরদিঘীতে অশুভ আঁতাত করেছে। কংগ্রেস যেন কোনও কৃতিত্ব দাবি না করে। বাকি জায়গায় সব ঠিকঠাক আছে। তবে আমাদের আরও একটু সতর্ক থাকা উচিত ছিল।”
শুভেন্দু অধিকারী ট্যুইট প্রসঙ্গে তিনি বলেন, “হাতি পাকে পড়লে চামচিকে লাথি মারে। তাতে হাতি চামচিকে হয় না। সাগরদিঘি একটা বিচ্ছিন্ন ঘটনা। সামগ্রিক ভাবে একে ব্যাখ্যা করা ঠিক হবে না। এটা একটা অশুভ আঁতাতের বিচ্ছিন্ন রেজাল্ট। এই সুবিধাবাদী ধান্দাবাজদের জোট। আমাদের বোধ হয় আরও সতর্ক হওয়া উচিত্‍ ছিল। বিজেপির সঙ্গে আঁতাত করে সাগরদীঘিতে জিতে কংগ্রেস নাকি দিল্লিতে বিজেপির বিরুদ্ধে লড়বে। এটা বিশ্বাস হয় না।”
তিনি আরও বলেন, “সাগরদিঘি কংগ্রেসের সাফল্য নয়। তৃণমূলের ব্যর্থতা। এখানে অনৈতিক জোট হচ্ছে জেনেও আমরা সতর্ক হইনি। এটা ময়না তদন্তের অবকাশ রয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments