নিজস্ব প্রতিনিধি(রজত রায়): সিভিক ভলান্টিয়ার হত্যাকাণ্ডে গ্রেপ্তার মাটিকুন্ডা-১ গ্রাম পঞ্চায়েত প্রধান মেহেবুবকে তৃণমূল দল থেকে বহিষ্কার করা হলেও, খুশি নয় মৃতের পরিবারের লোকজন। রবিবার কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আলি ইমরান রমজ (ভিক্টর) মৃতের বাড়িতে উপস্থিত হন। সেখানে তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনকে নিয়ে জেলা তৃণমূল সভাপতি উচ্চবাচ্য করছেন না কেন বলে প্রশ্ন তোলেন তিনি।মৃতের দাদা শাহনওয়াজ আলম বলেন, ‘ঘটনার মাস্টার মাইন্ড জাকির। তাকে পুলিশ এখনও গ্রেপ্তার করেনি। আমরা জাকিরের শাস্তি চাই। ‘ভিক্টর বলেন, ‘কানাইয়ালাল আগরওয়াল প্রধানকে বহিষ্কার করার কথা জোর গলায় ঘোষণা করেছেন। কিন্তু মূল ষড়যন্ত্রকারী জাকিরকে নিয়ে তিনি নীরব কেন?’ উল্লেখ্য, ধৃত প্রধান বর্তমানে ১০ দিনের পুলিশ হেপাজতে রয়েছেন। জাকিরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? এই প্রসঙ্গে কানাইয়া বলেন, ‘অভিযোগ তোলা আর তা প্রমাণ হওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে।‘ অন্যদিকে, এদিন ভিক্টর বলেন, ‘জাকিরের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে ইসলামপুর মহকুমাজুড়ে আমরা জোরদার আন্দোলনে নামব।‘