Wednesday, November 12, 2025
Homeখবরসুরক্ষিত নারী, শক্তিশালী পশ্চিমবঙ্গ : ‘মিলন উৎসব’ এ শিল্প-সংস্কৃতির রঙে বিজয় সম্মিলনী,আয়োজন...

সুরক্ষিত নারী, শক্তিশালী পশ্চিমবঙ্গ : ‘মিলন উৎসব’ এ শিল্প-সংস্কৃতির রঙে বিজয় সম্মিলনী,আয়োজন করেছে উত্তর দমদম মন্ডল ২-এর বিজেপি কার্যকর্তারা

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ,উত্তর দমদম : নিমতায় আয়োজিত হলো মিলন উৎসব’ বিজয় সম্মিলনী। সুরক্ষিত নারী, শক্তিশালী পশ্চিমবঙ্গ’ স্লোগানকে সামনে রেখে নিমতা মাতৃভবনে অনুষ্ঠিত হলো ‘মিলন উৎসব’-এ বিজয় সম্মিলনী। সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তিতে সাজানো সাংস্কৃতিক পরিবেশনায় ভরপুর হয়ে উঠেছিল সন্ধ্যা।

এই অনুষ্ঠানের আয়োজন করে উত্তর দমদম মন্ডল ২-এর বিজেপি কার্যকর্তারা। সমগ্র উদ্যোগে নেতৃত্ব দেন উত্তর দমদম মন্ডল ২-এর সভানেত্রী পিঙ্কি পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, বিজেপি নেতা রাহুল সিনহা, KNSD সভাপতি চন্ডিচরণ রায়, KNSD সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পাল, রাজ্য বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, উত্তর দমদম মন্ডল ২-এর সাধারণ সম্পাদক নিতাই শীল, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক পূর্ণেন্দু দেবনাথ সহ আরও অনেকে।

এদিন বিজেপি কার্যকর্তা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মিলন উৎসব সফলভাবে সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments