Thursday, June 19, 2025
Homeকলকাতাসৃষ্টি ড্যান্স অ্যাকাডেমি আয়োজিত "রবীন্দ্র-নজরুল প্রণাম" সংস্কৃতির মঞ্চে এক হৃদয়ছোঁয়া সন্ধ্যা

সৃষ্টি ড্যান্স অ্যাকাডেমি আয়োজিত “রবীন্দ্র-নজরুল প্রণাম” সংস্কৃতির মঞ্চে এক হৃদয়ছোঁয়া সন্ধ্যা

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :৩১শে মে, সল্টলেকের ঐকতানে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করল সৃষ্টি ড্যান্স অ্যাকাডেমি—”রবীন্দ্র-নজরুল প্রণাম”। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠান এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ৭৫ বছর বয়সের ঊর্ধ্বে মহিলাদের এবং বিশেষভাবে সক্ষম বাচ্চাদের নৃত্য পরিবেশনা। সমাজের ব্রাত্য ও পিছিয়ে পড়া শ্রেণিদের নিয়ে বছরের বিভিন্ন সময়ে কাজ করে চলা সৃষ্টি ড্যান্স অ্যাকাডেমির এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। মূলধারার সঙ্গে এই শিশুদের সংযুক্ত করাই অ্যাকাডেমির মূল লক্ষ্য।

অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সৃষ্টি ড্যান্স অ্যাকাডেমির কর্ণধার ইন্দ্রানী গাঙ্গুলী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবীর সেনগুপ্ত।

অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন স্তরের শিল্পীরা। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল পিছিয়ে পড়া শিশুদের আন্তরিক ও মনোগ্রাহী নৃত্য পরিবেশনা। পাশাপাশি অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের নান্দনিক পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। সংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও বর্ণময়।

গানে অংশ নেন প্রণতি সাহা, পূর্বাশা দত্ত ও বর্ণালী সাহা। কবিতা আবৃত্তি করেন মৌমিতা ঘোষ, অভিষেক ভট্টাচার্য, দেবশ্রী পাঠক ও অরিত্র দে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় কুমার চন্দ, রিনা গিরি, আশিস গিরি, এশা দে, প্রসেন তেওয়ারি, নন্দিনী ভট্টাচার্য, শুভদীপ চক্রবর্তী এবং প্রিয়দর্শী ব্যানার্জীসহ আরো বিশিষ্ট ব্যক্তিরা।

ফোটোগ্রাফির দায়িত্বে ছিলেন সোহম। মঞ্চ ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দেন সুজয়।

এই সন্ধ্যা শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, ছিল দুই মহান কবির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিবেদন—যা দর্শকদের হৃদয়ে গেঁথে রইল দীর্ঘ সময়ের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments