Sunday, September 15, 2024
HomeUncategorizedসৌরভ আচমকা নবান্নে, মমতার সঙ্গে ১৬ মিনিট রুদ্ধদ্বার বৈঠক, কেন এই ঝটিকা...

সৌরভ আচমকা নবান্নে, মমতার সঙ্গে ১৬ মিনিট রুদ্ধদ্বার বৈঠক, কেন এই ঝটিকা সফর?

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): আচমকা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । প্রায় ১৬ মিনিট তাঁদের কথা হয়। তবে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে, তা এখনও স্পষ্ট নয়।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সৌরভ ১৪ তলায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন। নবান্নেরই একটি সূত্র মারফত জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যই নবান্নে এসেছিলেন সৌরভ। ইংরেজি নতুন বছরে সৌরভ এবং মুখ্যমন্ত্রীর কোনও সাক্ষাৎ হয়নি। তাই মুখ্যমন্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানাতেই নবান্নে আসেন সৌরভ। তাঁকে পাল্টা শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রীও। এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তৎকালীল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ।

সোমবার মুর্শিদাবাদে সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কলকাতায় ফিরতেই বিকেল ৪টে নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায় আসেন নবান্নে। দু’‌পক্ষের বৈঠকের পর মুখ্যমন্ত্রী রওনা দেন এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, সৌরভ এই সাক্ষাৎ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। শুধু জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই দেখা করতে গিয়েছিলেন।তবে অনুমান করা হচ্ছে, রাজ্যে অ্যাকাডেমি তৈরির বিষয়ে জমি নিয়ে সৌরভের সঙ্গে আলোচনা হয়ে থাকতে পারে মুখ্যমন্ত্রীর। কারণ আগেই সৌরভ এ শহরে ক্রিকেট অ্যাকাডেমি গড়ার কথা জানিয়েছিলেন। এই সাক্ষাৎ নিয়ে নয়া জল্পনা এবং কৌতূহল তৈরি হয়েছে সব মহলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments