Sunday, September 15, 2024
Homeবিনোদনস্বপ্নের নির্ঝর " ২০তম একক চিত্র প্রদর্শনী হলো একাডেমি অফ ফাইন আর্টস...

স্বপ্নের নির্ঝর ” ২০তম একক চিত্র প্রদর্শনী হলো একাডেমি অফ ফাইন আর্টস -এ ।

২৭-এ ফেব্রুয়ারী সুজাতা চক্রবর্তীর উপস্থাপনায় “একাডেমি অফ ফাইন আর্টস -এর দক্ষিন দেহলি তে ২০ তম একক চিত্র প্রদর্শনী উদ্বোধন হলো। শুরু হলো ২৭- এ ফেব্রুয়ারী চলবে ৫ই মার্চ অব্দি। দুপুর ৩টে থেকে রাত ৮টা অব্দি চলবে এই প্রদর্শনী,যাদের পছন্দ হবে তাঁরা কিনে নিজের ঝুলিতে সংগ্রহ ও করতে পারবেন।
শিল্পী সুজাতা চক্রবর্তীর বক্তব্য “স্বপ্নের নির্ঝর “-এই নাম টা দেওয়ার কারণ হলো আমরা অনেকেই স্বপ্ন দেখি বাস্তবে মিল হয় না বেশিরভাগ অমিল হয়।মানুষ নানান রকম সারাদিন তাঁর অবচেতন মনে যা দেখে ভাবে,বিশেষ করে যেটা ভাবে সেটাই তাঁর স্বপ্নে প্রস্ফুটিত হয়, আমি ও রং নিয়ে সারাদিন নানান কথা ভাবি সেটাই স্বপ্নের মাধ্যমে ঐ যে রঙের স্রোত নির্ঝরের মতো মানে ঝর্ণার মতো প্রবাহিত হয়েছে আমার ক্যানভাসে রঙের আদলে। এখানে রঙের রিদিম নিয়ে আমি সমস্ত কিছু করেছি।
“স্বপ্নের নির্ঝর “চিত্র প্রদর্শনীতে রয়েছে শিল্পী সুজাতা চক্রবর্তীর আঁকা সরা পেইন্টিং,টেরাকোটা ফুলদানি,একদম নতুনত্ব বীরভূমের সরকাঠি দিয়ে ফ্রেম করে চিত্র অঙ্কন রয়েছে।এই সরকাঠি দিয়ে ফ্রেম বানানোর চিন্তা ভাবনার সাথে শিল্পী উল্লেখযোগ্য ভাবে সরকাঠির ফ্রেম জানো দীর্ঘদিন ব্যবহার করা যাই সেই কথা মাথায় রেখে সরকাঠি পর্যাপ্ত প্রক্রিয়াকরণ করেছে এবং শিল্পী এও বলেছে সরকাঠি যদি ঘুণ পোকা ধরে বা খারাপ হয় সম্পূর্ণ দায় শিল্পী সুজাতা চক্রবর্তী নেবেন।

“স্বপ্নের নির্ঝর “চিত্র প্রদর্শনীতে উদ্বোধন করলেন অভিনেতা পরান বন্দোপাধ্যায় এছাড়া উল্লেখযোগ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজ সেবি সুব্রত বিশ্বাস, অভিনেতা পাপিয়া অধিকারী,আর্টকৃটিক ও লেখক মৃনাল ঘোষ এছাড়া আগামী ৬ দিন ব্যাপি বিভিন্ন গুণী লোকদের আনাগোনা থাকবে “স্বপ্নের নির্ঝরে “।থাকছেন সংগীতশিল্পী রূপম ইসলাম, চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, চিত্র পরিচালক অভিজিৎ সেন, টেকনো ইন্ডিয়া ডিরেক্টর সত্যম রায় চৌধুরী, ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার সুদীপ্ত মৌলিক, অভিনেত্রী তনিমা সেন, অভিনেত্রী শিল্পা ভট্টাচার্য, নাট্যকার অভিনেতা গৌরীনাথ বন্দ্যোপাধ্যায়, চিত্রশিল্পী রূপচাঁদ কুন্ডু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments