Tuesday, October 15, 2024
Homeকলকাতাহাইকোর্টে অশান্তির জের, বার কাউন্সিল পাঠাচ্ছে তিন সদস্যের প্রতিনিধি দল

হাইকোর্টে অশান্তির জের, বার কাউন্সিল পাঠাচ্ছে তিন সদস্যের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): গত সোমবার থেকে হাইকোর্টে শুরু হয়েছে ব্যাপক অশান্তি। কার্যত বিচারক রাজশেখর মান্থার এজলাস বয়কট করেন হাইকোর্টের আইনজীবীদের একাংশ। এই পরিস্থিতিতে এবার বার কাউন্সিলের তরফ থেকে ঘটনা খতিয়ে দেখতে আসছেন ৩ সদস্যের প্রতিনিধি দল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে যে অশান্তি চলছে তার প্রতিবাদ জানিয়ে বার কাউন্সিলের কাছে অভিযোগ জমা পড়েছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরু থেকেই হাইকোর্টে শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ।

কার্যত বিচারক রাজশেখর মান্থার বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। যদিও বার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল তাঁরা এই বিক্ষোভ কোনভাবেই সমর্থন করছেন না। বিক্ষোভকারীদের পাশেও তাঁরা নেই। পরিস্থিতি অবশ্য এখন অনেকটাই স্বাভাবিক। কিন্তু হাইকোর্টের ঘটনার রেশ পৌঁছেছে বার কাউন্সিলে। আর বার কাউন্সিল

হাইকোর্টের বিক্ষোভ নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করে তিন সদস্যের প্রতিনিধি দল কলকাতায় পাঠাচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে বার কাউন্সিলের চেয়ারম্যান মমন কুমার মিশ্র ব্যাপক ক্ষোভের সাথে জানিয়েছেন, “আইনজীবীদের ভদ্রলোকের মতো ব্যবহার করা উচিত। কিন্তু দিনের পর দিন এই ধরনের ঘটনা বাড়ছে। যদি কোথাও কোনও ক্ষেত্রে আপত্তি থাকে, তাহলে তাঁরা প্রধান বিচারপতির কাছে যেতে পারতেন, কিংবা সংশ্লিষ্ট প্লাটফর্মে নিজেদের কথা জানাতে পারতেন।” বিশেষজ্ঞরা মনে করছেন, হাইকোর্টের অশান্তিতে যেভাবে বার কাউন্সিলের তরফ থেকে পরিস্থিতি খতিয়ে দেখার পদক্ষেপ গ্রহণ করা হল, তা অত্যন্ত উল্লেখযোগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments