Monday, March 24, 2025
Homeখবর১ম বর্ষ শটকান ট্রাডিশনাল ক্যারাটে-ডু 'জাপান ট্রাডিশনাল ক্যারাটে ইন্ডিয়া' ট্রেনিং ক্যাম্প আয়োজন...

১ম বর্ষ শটকান ট্রাডিশনাল ক্যারাটে-ডু ‘জাপান ট্রাডিশনাল ক্যারাটে ইন্ডিয়া’ ট্রেনিং ক্যাম্প আয়োজন করলো।

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :১২ই জানুয়ারি আমতা বেতাল জয়ন্তী অ্যাথলেটিক ক্লাবে শটকান ট্রাডিশনাল ক্যারাটে-ডু ট্রেনিং ক্যাম্প আয়োজন করেন ।জাপান ট্রাডিশনাল ক্যারাটের বিখ্যাত সুপ্রিম মাস্টার মাসাইকো তানাকা (JTK HQ JAPAN) এবং জাপান ট্রাডিশনাল ক্যারাটের সভাপতি ইউকো তাকাহাসি (JTK HQ JAPAN) এদের পথনির্দেশিকায় জাপান ট্রাডিশনাল ক্যারাটে ইন্ডিয়া (jtk india) আয়োজন করলো ক্যারাটে-ডু ট্রেনিং ক্যাম্প। এই ট্রেনিং ক্যাম্পে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৪০০ জনের ওপরে ছাত্র-ছাত্রীরা ট্রেনিং নিয়েছে।মূলত এই ট্রেনিং-এ বেসিক ট্রেনিং, নুনচাকু,লাঠি খেলা, কাতা,সেলফ ডিফেন্স এর ওপরে ছাত্র-ছাত্রীরা ট্রেনিং দেওয়া হয়েছে।JTK ইন্ডিয়া শটকান ক্যারাটে-ডু এসোসিয়েশন (STKA) এর বিভিন্ন শাখা বারুইপুর,সুভাষগ্রাম, কসবা, হাওড়া,চামড়াইল,সাকরাইল, আমতা,বাগনান, জিকির, হুগলী, মেদিনীপুর সহ বিভিন্ন প্রান্তে ক্যারাটের বিভিন্ন খেলার ওপরে ট্রেনিংদেয় এবং বিভিন্ন সময় বিশেষ ট্রেনিং এবং কম্পিটিশন করায়।JTK ইন্ডিয়া শটকান ক্যারাটে-ডু এসোসিয়েশন (STKA) -এর পরিকল্পনা আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই স্কুলের প্রসার করা।ট্রেনিং ক্যাম্পের অর্গানাইজড করেছে -JTK /shotokan ক্যারাটে-ডু এসোসিয়েশন (STKA)
ট্রেনিং ক্যাম্পে উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত কুমার পাল,প্রেসিডেন্ট শিহান তপন ধারা,শিহান আমিন আলী,অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং ছাত্র -ছাত্রীদের অভিভাবকরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments