নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার)সম্প্রতি কেন্দ্রীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছিলেন ,’ কেন্দ্র কোনো প্রকল্পের টাকা আটকে রাখতে চায় না কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মেটানো হবে না। ‘ বাংলার ১০০ দিনের কাজের টাকা অনেকদিন থেকেই আটকে রয়েছে কেন্দ্রের হাতে। সম্প্রতি বিজেপির সাংসদ দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং – এর সাক্ষাৎ হয় নয়া দিল্লিতে।
সূত্রে খবর ১০০ দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এই সাক্ষাতে আলোচনা হয়।অন্যদিকে কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র বলে প্রতিটি সভা থেকে সোচ্চার হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাতের পর নয়াদিল্লিতে দিলীপ ঘোষ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন , ‘১০০ দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যের যে টালমাটাল পরিস্থিতি, যে পরিমাণ অরাজকতা হচ্ছে,তাতে কেন্দ্রীয় মন্ত্রী অত্যন্ত অসন্তুষ্ট।
তিনি আমাকে বলেছেন যে, রাজ্যে কেন্দ্রীয় টিমের সঙ্গেও রাজ্য সরকার কোনওরকম সহযোগিতা করছে না। ঠিকমতো তদন্ত ও পরিদর্শন করতে দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় দলকে। তাই তদন্তের কাজ শেষ না হওয়া পর্যন্ত রাজ্যকে কোন টাকা দেওয়া হবে না।
পশ্চিমবঙ্গ যত দিন না সরকারি অর্থের খরচের সম্পূর্ণ হিসেব পাঠাচ্ছে, তত দিন নতুন করে কোনও ফান্ড বরাদ্দ হবে না।’ অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের হাতে কোনো টাকা আসছে না। ঘটনাটিতে আবার রাজনৈতিক রং লাগাচ্ছেন অনেকে।
রাজ্যে কি আবারও কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে কি না এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী পরিষ্কার করে তাঁকে কিছু জানাননি। তবে তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে জানান যে কাজের টাকা না পেয়ে রাজ্যের মানুষের অসুবিধায় আছে।