Sunday, July 20, 2025
Homeকলকাতা১৩ মডেলকে নিয়ে ‘অংশুক’ ব্র্যান্ডের নতুন কালেকশনের ঝলক, আয়োজনে MS ক্রিয়েশন

১৩ মডেলকে নিয়ে ‘অংশুক’ ব্র্যান্ডের নতুন কালেকশনের ঝলক, আয়োজনে MS ক্রিয়েশন

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ: MS ক্রিয়েশন-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ডিজাইনার আশীষ মান্নার জনপ্রিয় ব্র্যান্ড ‘অংশুক’-এর নতুন কালেকশনের বিশেষ ফটোশুট। বাঙালিয়ানার ঐতিহ্যবাহী পোশাককে আধুনিক ছোঁয়ায় উপস্থাপন করলেন ১৩ জন মডেল, যাঁরা শাড়ি, ধুতি এবং পাঞ্জাবিতে ফুটিয়ে তুলেছেন বাঙালি সংস্কৃতির শিকড়।

এই ফটোশুটের ক্যামেরার পেছনে ছিলেন ফটোগ্রাফার তন্ময় ভট্টাচার্য। মেকআপের দায়িত্বে ছিলেন স্বরআণী, এবং কলকা আর্টিস্ট হিসেবে কাজ করেছেন দিয়া কুন্ডু। পুরো আয়োজনেই উঠে এসেছে ঐতিহ্য ও নান্দনিকতার সংমিশ্রণ।

আশীষ মান্নার নকশায় তৈরি ‘অংশুক’-এর এই কালেকশন নজর কেড়েছে বিশেষভাবে ধুতি-পাঞ্জাবি ও শাড়ির বৈচিত্র্যময় ডিজাইন এবং রঙের সমাহারে। ঐতিহ্যবাহী পোশাককে আধুনিকভাবে উপস্থাপন করার প্রয়াসে এই ফটোশুট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুরো আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন MS ক্রিয়েশন-এর কর্ণধার সুদীপ্ত দেবনাথ ও মোনালি। তাঁদের নেতৃত্বে সফলভাবে পরিচালিত হয় মডেলদের গ্রুমিং, ক্যালেন্ডার শুট, পুজোর ব্যানার, অ্যালবাম শুট থেকে শুরু ব্র্যান্ড শুট । ফ্যাশন দুনিয়ায় সুপরিচিত মোনালি এবং সুদীপ্ত নিজেদের মডেল হিসেবেও বহু শো ও ইভেন্টে অংশ নিয়েছেন, এবং দীর্ঘদিন ধরে দক্ষতা ও সুনামের সাথে কাজ করে চলেছেন।

সুদীপ্ত দেবনাথ ও মোনালি জানান, ‘অংশুক’-এর এই নতুন ফটোশুট ব্র্যান্ডকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভবিষ্যতেও এমন আরও কিছু আকর্ষণীয় প্রজেক্ট নিয়ে হাজির হবেন তাঁরা।

এই ফটোশুটকে ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ফ্যাশনপ্রেমীদের মাঝে। ‘অংশুক’-এর নতুন অধ্যায় শুরু হলো এক নতুন আভিজাত্য ও সৃষ্টিশীলতার মাধ্যমে।

MS ক্রিয়েশন-এর আয়োজনে ‘অংশুক’-এর নতুন কালেকশনের ফটোশুট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments