সংবাদ বিজ্ঞপ্তি
১৪ই জুলাই, ২০২৫ তারিখে কলকাতার এজেসি বসু রোডে অবস্থিত জেলা পরিবার কল্যাণ দফতরের প্রাঙ্গণে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজিত হয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনস্থ District Family Welfare Bureau (DFW) এবং Family Planning Association of India (FPAI), কলকাতা শাখার উদ্যোগে।
এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের মূল বার্তা ছিল— “শরীর ও মন প্রস্তুত যখন, মা হওয়ার বয়স তখন।” এই বার্তার মাধ্যমে জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানের সূচনা হয় একটি সচেতনতামূলক র্যালির মাধ্যমে, যা জেলা পরিবার কল্যাণ দফতরের কার্যালয় থেকে শুরু হয়ে রামলীলা ময়দানে গিয়ে শেষ হয়। এরপর আয়োজিত হয় প্যানেল আলোচনাসভা, যেখানে বিশিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মীরা বক্তব্য রাখেন। কিশোর-কিশোরীদের জন্য অনুষ্ঠিত হয় স্বাস্থ্যবিষয়ক শিক্ষামূলক সেশন, এবং অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয় তথ্যভিত্তিক লিফলেট ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ADHS & DFWO ডঃ পার্থ দে (Dr. Partha Dey), জেলা পরিবার কল্যাণ দফতরের DPHNO ম্যাডাম, DFW, এবং FPAI কলকাতা শাখার ম্যানেজার শ্রী সুপ্রতীপ মজুমদার (Supratip Mazumdar)। তাঁদের মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলে।
প্রায় ৮০ জনেরও বেশি মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, যুব সংগঠনের সদস্য, স্বাস্থ্যকর্মী এবং সমাজসেবীরা। তাঁরা সবাই পরিবার পরিকল্পনার গুরুত্ব ও সমাজে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সম্পর্কে একমত প্রকাশ করেন। আয়োজকদের মতে, পরিবার পরিকল্পনা শুধু একটি স্বাস্থ্য সচেতনতামূলক বিষয় নয়, এটি একটি মৌলিক মানবাধিকার, যার চর্চা প্রতিটি সচেতন নাগরিকের কর্তব্য।
এই অনুষ্ঠানের মাধ্যমে আয়োজক সংগঠনগুলি একটি সুস্থ, সচেতন ও দায়িত্ববান সমাজ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

