নিজস্ব প্রতিনিধি(সতীষ কুমার)বাজেটে (Union Budget 2023) ঠিক কোন কোন জিনিসের দাম বাড়ছে, কিসের দাম কমছে আম জনতার নজর থাকে সেই দিকে। পণ্য ও পরিষেবা কর শুরু হওয়ার পর থেকে দাম বৃদ্ধি ও হ্রাসের তালিকা অনেকটাই কমেছে। তবু কর কাঠামোয় কিছু পরিবর্তন, নতুন সেস, আমদানি শুল্কের পরিবর্তন হওয়ার কারণে অনেক কিছুরই দাম পরিবর্তিত হতে চলেছে। এক ঝলকে দেখে নিন কিসের কিসের দাম এ বারের বাজেটে কমল।
যে জিনিসগুলি ব্যয়বহুল হতে চলেছেঃ-
◆দাম বাড়বে সিগারেটের। সিগারেটের উপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে এ বারের বাজেটে।
◆পাশাপাশি জামাকাপড়, আমদানি করা রাবার সেট আরও ব্যয়বহুল হয়ে উঠল নতুন বাজেটে।
◆এছাড়া জানা গেছে বাড়বে সোনা, রুপো এবং হিরের দামও ।
◆রান্নাঘরের ইলেকট্রিক চিমনির দাম বাড়বে।
◆বিদেশি ইলেকট্রিক গাড়ির দাম বাড়বে। এই গাড়ির উপর আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে।
◆ইমিটেশন গয়নার দাম বাড়তে চলেছে।
◆প্ল্যাটিনাম ধাতুর যাবতীয় গয়নার দামও বাড়তে চলেছে।
◆আমদানিকৃত রবারের উপর শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করে দিয়েছে সরকার। ফলে বাড়তে চলেছে টায়ার টিউবের দাম।
যে জিনিসগুলি সস্তা হতে চলেছেঃ-
◆মোবাইলের যন্ত্রাংশের উপর প্রযুক্ত অন্তঃশুল্কে ছাড় দেওয়া হয়েছে। ফলে কমবে মোবাইলের দাম।
◆টিভির যন্ত্রাংশের অন্তঃশুল্কেও ছাড় দিয়েছে সরকার। ফলে টিভির দাম কমবে।
◆কমবে ক্যামেরার লেন্সের দামও।
◆শিশুদের দেশি খেলনার দাম কমবে।
◆দেশি সাইকেলের দামও কমবে বাজেটের পর।
◆কমছে দেশে তৈরি ইলেকট্রিক গাড়ির দাম। ◆কাঁচামালের উপর শুল্ক কমানো হয়েছে।
◆বাজেটের পর সস্তা হবে লিথিয়াম ব্যাটারি।