নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): এক ভয়ানক কান্ড ফের যেনো ফিরে এসেছে । কারণ এবার ফের ভূমিকম্পের খবর পাওয়া গেল , তবে যেমন তেমন ভূমিকম্প নয় কিন্তু একেবারে রিখটার স্কেলে যার মাত্রা ৫.৮।আজ মঙ্গলবার দুপুর ৩ টার মধ্যেই দিল্লি সহ তার আশেপাশের এলাকা দারুণ ভাবে কেপে উঠলো। টানা ২০ সেকেন্ড জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে দিল্লিবাসীরা। জানা যাচ্ছে ভূমিকম্পের উৎস নাকি নেপালের কালিকা এলাকা থেকে।হঠাত করে ফের যেন মানুষের মনে ভয়ের সঞ্চার করে দিয়ে গেল এই ভূমিকম্প। দিল্লি মানেই বহুতল সব ফ্ল্যাট। সেখানে বসবাসরত মানুষজনের প্রাণ হাতে নিয়ে নিচে নেমে আসা পর্যন্ত যা কিছু হয়ে যেতে পারত।
স্বাভাবিক ভাবেই ঘরে ছেড়ে রাস্তায় এসে দাঁড়ায় মানুষজন, আপাতত কোনো ক্ষয়খতির খবর পাওয়া যায় নি। ২০ সেকেন্ড ধরে সেই সমস্ত বহুতল বাড়িঘর কেপে চলেছে যা খালি চোখে দেখা সত্যি আতঙ্কের।এর আগেও দিল্লিতে ভূমিকম্প হয়েছিল সেটার মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৯, সেই ভূমিকম্পের আবার উতসস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। সেই ভূমিক্মপের মাত্রা এতটাই ছিল যে জম্মু কাশ্মীর পর্যন্ত কেপে উঠেছিল।