নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :১৯শে জানুয়ারি দেশবন্ধু পার্কে নবমিতালি সবপেয়েছির আসর-এ আয়োজিত হলো ২৬তম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।যেখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-ছাত্রীরা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন।
গুরুকুল পরেশ মিশ্রা বললেন,দীর্ঘ ৩০ বছর ধরে নবমিতালি সবপেয়েছির আসর-এ প্রশিক্ষণ দিচ্ছি। আমরা এই দীর্ঘদিনে ভারতবর্ষের জন্য অনেক রত্ন তৈরি করেছি যারা বিভিন্ন প্রতিযোগিতা থেকে মেডেল এনেছে। ২৬শে জানুয়ারি আমাদের ৫জন রত্ন কে নিয়ে দেরাদুনে ৩৮তম জাতীয় গেমসে প্রাচীন মার্শাল আর্ট কালারিপায়াত্তু বাংলার হয়ে খেলায় অংশগ্রহণ করেছি।কালারিপায়াত্তু জাতীয় গেমসে একটি প্রতিযোগিতামূলক ইভেন্ট হিসাবে পুনঃস্থাপন করেছে।দেরাদুনে অনুষ্ঠিত এই বছরের জাতীয় গেমসে কালরিপায়াত্তু ইভেন্টে প্রথমবারের মতো WB প্রতিনিধিত্ব করেছে ।ইতিহাসে প্রথমবারের মতো আমাদের রাজ্য এই মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে কালারিপায়াত্তুতে প্রতিনিধিত্ব করেছে।
২৬তম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-এ উপস্থিত ছিলেন,গুরুকুল পরেশ মিশ্রা(পশ্চিমবঙ্গের কালারিপায়াত্তু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।)কর্নেল ইন্দ্রজিৎ রায়, জহর দাস,সব্যসাচী চৌধুরী,হিমাংশু গুপ্তা,সেনসেই অমিতাভ চক্রবর্তী,সেনসেই সন্তোষ মিশ্রা, তিনকরি দত্ত,সেনসেই বিজয় শর্মা,সেনসেই দেবাশিস দাস,সেনসেই দেবাশীষ দেশমুখ,সেনসেই সায়ম বিশ্বাস,সেনসেই সথীর্থ সাহা,সেনসেই মাহিমা সারাফ,শিহান কবিতা প্রজাপতি,পৌরমাতা ডঃ মীনাক্ষী গঙ্গোপাধ্যায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজন করেছে : জাপান ক্যারাটে ইন্ডিয়া এবং নবমিতালি সবপেয়েছির আসর।