Sunday, September 15, 2024
Homeখবর২৭০ -এর বেশি দেহ উদ্ধার, নিখোঁজ বহু, ধ্বংসস্তূপে প্রাণের খোঁজে উদ্ধারকারীরা

২৭০ -এর বেশি দেহ উদ্ধার, নিখোঁজ বহু, ধ্বংসস্তূপে প্রাণের খোঁজে উদ্ধারকারীরা

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): ২৪ ঘণ্টার বেশি কেটে গিয়েছে, ওয়ানাডের পরিস্থিতির তেমন কোনও পরিবর্তন হয়নি। মঙ্গলবার দিনভর বৃষ্টি হয়েছে কেরলের ওই জেলা এবং লাগোয়া এলাকায়। ইতিমধ্যে ২৭০ -এর বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে । উদ্ধারকাজ এখনও চলছে। কত জন আটকে রয়েছেন, কত জন নিখোঁজ তা স্পষ্ট নয়।
বিপর্যস্ত ওয়েনাড়ের উপর থেকে এখনই বিপদ কাটছে না। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনাড় এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওয়েনাড়ের উপর দিয়ে। কোথাও কোথাও সেই হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশির ভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে। ফলে পুলিশ-প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে। ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কেরলে। মনে করা হচ্ছে, এই বৃষ্টির কারণে মঙ্গলবার রাত ২টো থেকে ভোর ৪টের মধ্যে ওয়েনাড়ের মেপ্পাড়ি এলাকায় পর পর ধস নেমেছে। আর তার জেরে প্রায় কাদায় মিশে গিয়েছে গোটা এলাকা। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বহু মানুষের। কিছু বুঝে ওঠার আগেই কাদামাটিতে চাপা পড়েছেন বাসিন্দারা। একই দিনে মাত্র চার ঘণ্টায় পর পর তিন বার ধস নামায় ওয়েনাড়ের চেনা পাহাড়ি এলাকার ছবি নিমেষে পাল্টে গিয়েছে। এখন পাহাড়ি এলাকা শুধু কাদামাটি ঢাকা বধ্যভূমি।
বুধবার সকালে ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়ঙ্কার সেখানে যাওয়ার কথা ছিল। মঙ্গলবার বেশি রাতে জেলা প্রশাসন ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর শীর্ষ কর্তারা বিরোধী দলনেতার অফিসকে জানিয়ে দেন, পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে হেলিকপ্টার নামার মতো অবস্থা নেই। কেরলের মুখ্যমন্ত্রীও আপাতত সেখানে যাচ্ছেন না।
রাজ্যের পাঁচ মন্ত্রীকে সেখানে পাঠানো হয়েছে উদ্ধার কাজে নজরদারী ও সমন্বয় করতে। ধসের পাশাপাশি পরিস্থিতি গুরুতর করে তুলেছে অবিরাম বৃষ্টি। আবহাওয়া দফতর বলেছে, সেখানে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। প্রশাসনিক মহলের খরব, সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এখনই ওয়ানাড যাওয়ার পরিকল্পনা নেই। তবে আবহাওয়া একটু স্বাভাবিক হলে আকাশ পথে পরিদর্শনের ব্যবস্থা করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments