Wednesday, October 16, 2024
Homeদেশ৩ রাজ্যের ভোট মিটতেই বাড়ল রান্নার গ্যাসের মূল্য, জানুন বাংলায় কত দাম

৩ রাজ্যের ভোট মিটতেই বাড়ল রান্নার গ্যাসের মূল্য, জানুন বাংলায় কত দাম

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার)সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ করে মঙ্গলবার মধ্যরাতে গৃহস্থের হেঁশেলের রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বাড়ল আরও ৫০ টাকা। ফলে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন থেকে খরচ হবে ১১২৯ টাকা। এর আগে শেষ বার তার দাম বেড়েছিল গত বছরের ৬ জুলাই। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের মূল্যও লাফিয়ে ৩৫০ টাকা বেড়ে গেল। স্বাভাবিক ভাবেই মোদী সরকারের এমন ঘোষণায় নাভিশ্বাস গৃহস্থ থেকে ব্যবসায়ীদের।
শেষ বার গতবছর ৬ জুলাই গৃহস্থের রান্নার গ্যাসের দাম বেড়েছিল। নতুন বছরের শুরুতে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও তার আঁচ পড়েনি গৃহস্থের উপর। কিন্তু ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের নির্বাচন মিটতেই দেশজুড়ে এবার একলাফে ৫০ টাকা বাড়ল এর মূল্য। ফলে ১১০০ টাকার গণ্ডি ছাপিয়ে গেল সেই খরচ।সংশ্লিষ্ট মহলের মতে, খাদ্য এবং অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধি এমনিতেই উদ্বেগে রেখেছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলিকে। ওষুধের খরচ বেড়ে গিয়েছে অনেকখানি। পেট্রল-ডিজ়েলের চড়া দামের কারণে যাতায়াত করতেও আগের থেকে বেশি টাকা লাগছে। এই অবস্থায় রান্নার গ্যাসের এই দামের জেরে বর্ধিত সংসার খরচ অনেকের আর্থিক পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে। বিশেষত কোভিডকালে যেহেতু আয় কমেছে অনেকের। তার উপর অপরিহার্য এই জ্বালানি যখন এত চড়া, তখন সিলিন্ডারে সরকারি ভর্তুকিও এখন কোথাও একেবারেই মেলে না, কোথাও তা নামমাত্র। বাণিজ্যিক সিলিন্ডারের বর্ধিত দামের বোঝাও শেষ পর্যন্ত হোটেল-রেস্তরাঁয় খেতে যাওয়া সাধারণ মানুষের ঘাড়েই এসে পড়বে।
তেলের দর অবশ্য বহু দিন ধরেই এক জায়গায় স্থির। তবে তাতে আর স্বস্তি পাচ্ছেন না কেউ। অনেকেরই আশঙ্কা, আগামী দিনে ভোটের মরসুম পেরোলে পেট্রল-ডিজ়েল যে আরও দামি হবে না, তা-ও জোর দিয়ে বলা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments