Monday, January 20, 2025
Homeকলকাতা৭তম দমদম উৎসব ২০২৫-এর উদ্বোধন

৭তম দমদম উৎসব ২০২৫-এর উদ্বোধন

নিজস্ব সংবাদাতা সম্পা ঘোষ:২রা জানুয়ারি থেকে শুরু হলো চলবে ৯ জানুয়ারি প্রযন্ত। বিকেল ৫ টা থেকে রাত ১১ টা প্রযন্ত সকলে প্রবেশ করতে পারবেন। কি নেই এই মেলায় নানান রকমারি খাবার থেকে শুরু করে, বিভিন্ন ধরনের পসরা,ফুল প্রেমীদের জন্য রয়েছে শীতকালীন সব ফুল, রয়েছে রকমারি সবজির গাছ। বিভিন্ন ধরনের সবজি এবং ফুল গাছের সাথে পরিচয় করাতে বাচ্চাদের নিয়ে আসুন দমদম মেলাতে ।খাবার আর ঘোরার সথে সাথে বিখ্যাত শিল্পীদের গান শুনতে শুনতে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন এই মেলাতে।২রা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি প্রযন্ত চলবে পুষ্প প্রতিযোগিতা ও পুষ্প প্রদর্শনী, ৩ই জানুয়ারি থেকে ৪র্থ জানুয়ারিতে বসে আঁকো প্রতিযোগিতা হবে, ৬ই জানুয়ারিতে রয়েছে রান্নার প্রতিযোগিতা, ৭ই জানুয়ারিতে প্রবীণ নাগরিকদের হাঁটা উৎসব
উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী রথীন ঘোষ, শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ সৌগত রায়, হরেন্দ্র সিং,উপ-পৌরপ্রধান নবীন দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দমদমের পৌরপ্রধানরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা।

উদ্যোগ নিয়েছেন উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান হরেন্দ্র সিং এবং ,উপ-পৌরপ্রধান বরুণ নট্ট। সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments