নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): নেপালে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান। রবিবার পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আসনের বিমানটি ভেঙে পড়ে। শুরু হয়েছে উদ্ধারকাজ। বিমানটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন।
প্রাথমিক সূত্রে খবর, ভেঙে পড়ার পর সম্পূর্ণ বিমানটিতে আগুন ধরে যায়। প্রথমে বিমানের মধ্যে থাকা প্রত্যেক যাত্রীরই মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন অগণিত মানুষ। বিমান ভেঙে পড়ার পর আগুন ধরে যাওয়ার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। উদ্ধারকাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য আপাতত পোখরা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
কাঠমান্ডু এর ফলাফল অনুযায়ী, সুস্থ্য এখনও পর্যন্ত পোস্টের মৃত্যু হয়েছে ৪০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যবর্তী আবহাওয়া মৃতদের মধ্যে পাঁচজন বলে জানা গেছে। পোখারা পরাগনে পরবাহী বিমানের পক্ষের সরকার মন্ত্রিসভার জরুরি প্রয়োজন।
সংবাদ সংস্থা এএনলাইয়ে খবরে খবর, পোখারা থেকে কাঠমান্ডু আবার ইয়েতি এয়ারেন্সের বিমানটি। কাস্কি সাহায্যের জন্য চিঠি পড়ে। অফের ২০ মিনিটের মধ্যেই টেকটি পড়ে বিমানটি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট FlightRadar24, স্বাস্থ্যর কবলে পড়ুন ATR72 বিমানটির আগের ছিল ১৫ বছর। ATR72 হল টুইন ইঞ্জিন টার্বোপ্রপ এয়ারলাইনার। এয়ারবাস এবং ইতালি লিওনার্দো ব্যক্তি উদ্যোগে এই বিমান। ইয়েটিয়ারলাইন্সের কাছে মোট এটিআর৭২-৫০০ বিমান রয়েছে।