Thursday, June 19, 2025
Homeখবর2021 সালে প্রতিষ্ঠিত হওয়া বর্তমানে রাজ্য রাজনীতির তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কমিউনিটি,...

2021 সালে প্রতিষ্ঠিত হওয়া বর্তমানে রাজ্য রাজনীতির তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কমিউনিটি, ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি র আজ পঞ্চম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালন হলো মধ্য কলকাতার মহাজাতি সদনে

2021 সালে প্রতিষ্ঠিত হওয়া বর্তমানে রাজ্য রাজনীতির তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কমিউনিটি, ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি র আজ পঞ্চম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালন হলো মধ্য কলকাতার মহাজাতি সদনে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ, মাননীয় নাদিমুল হক, টিএমসির আই টি ও সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সভাপতি, মাননীয় দেবাংশু ভট্টাচার্য, টিএমসি মুখপাত্র, মাননীয় অরূপ চক্রবর্তী, আই এন টি টি ইউ সির রাজ্য সম্পাদক, মাননীয় অনঙ্গ ঘোষ, আই টি সেলের সম্পাদক, মাননীয়া উপাসনা চৌধুরী, দলের মুখপাত্র ও টিএমসিি ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, মাননীয় শ্রী কোহিনুর মজুমদার, কে এম সি 12 নং ওয়ার্ড কাউন্সিলর, মাননীয়া ডাঃ মীনাক্ষী ভট্টাচার্য্য, বড়ানগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইন কাউন্সিলর, মাননীয় অঞ্জন পাল, টি এম সির মুখপাত্র, ডঃ ঋজু দত্ত, আই এম ডব্লু সোশ্যাল মিডিয়া কমিউনিটির প্রতিষ্ঠাতা তথা টি এম সি আই টি সেলের রাজ্য সম্পাদক, মাননীয় নীলাঞ্জন দাশ, চেয়ারম্যান, মাননীয় তাওসিফ রহমান, রাজ্য সম্পাদক, মাননীয় বলদেব মন্ডল সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় দুই শতাধিক বিভিন্ন পদাধিকারী সদস্য সদস্যাগণ। আগামী 2026 বিধানসভা নির্বাচনে একসাথে লড়ার অঙ্গীকারে আজকে সকল নেতৃবৃন্দদের সম্মুখে আই ডব্লু এম কমিউনিটির সকল সদস্য শপথ গ্রহণ করেন, যা সকলের নজর কাড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments