Monday, October 14, 2024
HomeরাজনৈতিকDA আন্দোলনকারীদের মঞ্চে রহস্যময় চিঠি, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

DA আন্দোলনকারীদের মঞ্চে রহস্যময় চিঠি, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হোক, এটাই সমস্ত সরকারী কর্মচারীদের আর্জি রাজ্য সরকারের কাছে। কিন্তু এই সমস্ত কথা কানে তুলতে নারাজ রাজ্য সরকার। ন্যায্য পাওনা যতদিন তাদের মিটিয়ে দেওয়া হবে না, ততদিন তারা অনশন ও ধর্মঘট চালিয়ে যাবে। এর মধ্যেই সরকারের হুশিয়ার ও রাজ্যপালের অনুরোধ ও বিরোধীদের সমর্থন পাওয়া সত্ত্বেও তারা অনশন থেকে একচুলও সড়তে নারাজ।ঠিক এই অবস্থায় ডিএ আন্দোলনকারীদের কাছে এক হুমকি ভরা চিঠি। বিস্ফোরণে নাকি উড়িয়ে দেওয়া হবে অস্থায়ী মঞ্চ এম্ন হুমকি দেওয়া হয়েছে তাদের। যেটা নিয়েই ইতিমধ্যে আলোরণের সৃষ্টি হয়েছে। ডিএ মঞ্চে যে রহস্যময় চিঠি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে , এতদিন থেকে যে নাটক চলছে সেটা বন্ধ না করলে মঞ্চ উড়িয়ে দেওয়া হবে।সাদা কাগজের ওপরে রঙ পেনসিল দিয়ে হাতে লেখা চিঠি। হুমকি চিঠি পাওয়ার পরেই দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এমন কাজ করতে পারে তার খোজ পাওয়া যায় নি। কিন্তু ময়দান থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে জানা গেছে এই ঘটনায় একটুও বিচলিত নন সরকারী কর্মচারীরা।এদিকে ফিরহাদ হাকিম আবার এই ডি এ আন্দোলনকে নাটকের সাথে কটাক্ষ করেছে। আর সেই নিয়েই সরব হয়েছে আন্দোলনকারীর কেউ কেউ। তারা জানিয়েছে, আন্দোলন চলবে ঝাঁজ আরও বাড়বে।
বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে শহিদ মিনারের কাছে ধরনার অবস্থান ৪৬ তম দিনে পৌছেছে। আর তার মধ্যেই এমন চিঠি যেটা আরও বেশী সরগরম করছে রাজ্য রাজনীতিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments