নিজস্ব প্রতিনিধি(রজত রায়): রাজ্য সরকারি কর্মচারীদের বোনাস বাড়ালো রাজ্য সরকার। সোমবার মন্ত্রী সভার বৈঠক ছিল এবং ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, এবার উৎসব বোনাস ৪৮০০ টাকা থেকে বাড়িয়ে ৫৩০০ টাকা করে দেওয়া হবে। খুব স্বাভাবিকভাবেই আগের বছরের তুলনায় দশ শতাংশের কিছুটা বাড়লো বোনাস।গত কয়েক বছর ধরে এই ভাবে ধারাবাহিকভাবে উৎসব বোনাস বাড়াচ্ছে রাজ্য সরকার। আগের বারের তুলনায় এবার ৫০০ টাকা বাড়ানো হয়েছে। হিসেব কষলে দেখা যাচ্ছে ৬ বছরের ১৭০০ টাকা বেড়েছে এই বোনাস। ২০১৭ সালে এই উৎসব ভাতা ছিল ৩৬০০ টাকা, পরের বছর বেড়ে দাঁড়িয়েছিল ৩৮০০ টাকা।
২০১৯ সালে আরো একবার তা বেড়ে হয় ৪০০০ টাকা। ২০২০ এবং ২০২১ সালে মহামারির মধ্যেও এই বোনাস বাড়ানো হয়েছিল। এখন রমজানের মাস চলছে। সামনে ঈদ এবং তার আগেই এই বড়সড় ঘোষনা করলেন রাজ্য সরকার।অন্যদিকে সরকারি কর্মচারীদের ৪২ টি সংগঠনের যৌথ মঞ্চ এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অনশন তুললেও অবস্থান চালিয়ে যাওয়ার ব্যাপারে অনার রয়েছেন তারা।
তবে ডি- এর ব্যাপারে ইতিমধ্যেই সরকার স্পষ্ট বলে দিয়েছেন, সেটা আর সম্ভব নয়। রাজ্য সরকারের আর্থিক সংগতি একেবারেই নেই। কেন্দ্রীয় টাকা আটকে রেখেছে তাই টাকা বাড়ানো সম্ভব নয়। যদিও এত কিছুর মধ্যেও উৎসব বোনাস কিছুটা বাড়িয়ে স্বস্তি আনার চেষ্টা করল নবান্ন।