নিজস্ব প্রতিনিধি(রজত রায়): কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি হারায় গ্রুপ সি-র ৮৪২ জন ভুঁয়ো কর্মী। এইসব শূন্য পদে নিয়োগের নোটিস জারি স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শুক্রবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে SSC জানায় আগামী ২৩ মার্চ প্রথম দফায় ১০০ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করা হবে।নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই সরগরম বাংলার রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই গ্রুপ সি’র ৮৪২ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রায় দেওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে এইসব শূন্যস্থান পূরণ করতে বলা হয়।
এবার সেই নির্দেশ অনুসারেই নিয়োগের নোটিস দিল এসএসসি। প্রসঙ্গত, ৮৪২ জনের মধ্যে ৭৮৫ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করে দেয় এসএসসি। এছাড়া , মধ্যশিক্ষা পর্ষদকে সুপারিশপত্র ছাড়াই নিয়োগপত্র পাওয়া ৫৭ জন ভুঁয়ো শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সূত্রের খবর, যেসকল গ্রুপ সি কর্মীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তাদের কারও নম্বর বাড়ানো হয়েছে,আবার কারও অদ্ভুতভাবে ওএমআর শিটে নম্বর বেশি দেওয়া থাকলেও সার্ভারে কম নম্বর আপলোড করা হয়েছে। অর্থাৎ যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে,অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। সব ক্ষেত্রেই নম্বরের গোলযোগ হয়েছে।