ডানলপ hi5 studio & fasion এন্টারটেইনমেন্ট ষ্টুডিও- তে ‘স্ল্যাগ কোম্পানির’ ব্র্যান্ড ফটোশুট হলো।যেখানে ৯ জন মডেল ‘স্ল্যাগ কোম্পানির’ পোশাক পরিধান করে ব্র্যান্ড ফটোশুট করেছেন।
hi5 studio & fasion entertainment- এর কর্ণধার প্রীতি জৈন তাঁর নিজস্ব ষ্টুডিও তে ব্র্যান্ড শুট, রেকর্ডিং, অ্যালবাম শুট, মডেল শুট, মডেলদের গ্রোমিং, সহ বিভিন্ন কাজ করে থাকেন। আসছে ১৫ই সেপ্টেম্বর ‘শারদীয়ার সেরা মুখ ‘ ধামাকাদার ফ্যাশন শো আসতে চলেছে।শো-এর জন্য মডেলদের গ্রোমিং করাচ্ছেন সুপার মডেল ভিহান সিংহ , মডেল সুরভি সহ অন্যান্যরা।প্রীতি জৈন দীর্ঘদিন ফ্যাশন জগতে সুনামের সাথে অনেক ফ্যাশনশো তে অংশগ্রহণ করেছেন মডেল হিসেবে, এছাড়াও তিনি “pj entertainment”-এর ব্যানারা অনেক ফ্যাশন শো আয়োজন করেছিলেন।
hi5 studio & fasion entertainment, ডানলপ সোনালী হলের ঠিক পাশেই, বরাহনগর মেট্রো থেকে ২মিনিটের ব্যাবধান ‘hi5 studio & fasion entertainment’ অবস্থিত।
যোগাযোগ নং -7980040439