Wednesday, October 16, 2024
HomeUncategorizedWOW! ইন্ডিয়ান অয়েলের পাম্পে ৫০ টা’কা’র পেট্রোল-ডিজেল পাবেন একদম ফ্রি-তে

WOW! ইন্ডিয়ান অয়েলের পাম্পে ৫০ টা’কা’র পেট্রোল-ডিজেল পাবেন একদম ফ্রি-তে

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): দিন দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে গাড়ি নিয়ে রাস্তায় বেরোনো দায় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সকলের জন্য সুখবর ৫০ টাকার পেট্রোল পাওয়া যেতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। শুনতে অবাক লাগলো এটাই সত্যি। ইন্ডিয়ান অয়েল অথরাইজড বিভিন্ন পেট্রোল পাম্পে এই সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা।তবে এক্ষেত্রে বেশ কিছু অনলাইন পেমেন্ট অ্যাপ ফোন পে গুগল পে বা পেটিএম এর মাধ্যমে IOCL XTRAREWARDS একাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে গ্রাহককে। এর কিছু সময় পরে একাউন্টে চলে আসবে ৫০ টাকা আর তা দিয়ে কিনতে পারবেন পেট্রোল ডিজেল। এর জন্য প্রথমে অবশ্য ফোনপে অ্যাপে যেতে হবে।সেখানে অল পেমেন্ট অপশন এ ক্লিক করে লিঙ্ক নাউ ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করুন এবং আপনার কাছে শহরের পিন নম্বর দিয়ে দিন।। এরপরে একাউন্টে চলে আসবে ৫০ টাকা রিওয়ার্ড হিসেবে। যেকোনো ইন্ডিয়ান অয়েল এর পেট্রোল পাম্পে এই পয়েন্ট রিডিম করতে পারবেন আপনি। পেটিএম এর ক্ষেত্রে সার্চ বারে IOCL টাইপ করুন। সেখানে রিচার্জ বিল পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে।এরপর আগের মত প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে নাম জন্ম তারিখ এবং শহরের পিন কোড দিয়ে দিন। প্রথমে ওয়ালেটের ব্যালেন্স হবে শূন্য তারপর সেখান থেকে পঞ্চাশ টাকা। চলে যান নিকটবর্তী ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে। একইভাবে google pay অ্যাপ স্ক্রোল করে নিজের দিকে অফারে ক্লিক করুন সেখানে ইন্ডিয়ান ওয়েলে ক্লিক করলেই রেজিস্টার করতে পারবেন নিজের নাম জন্মতারিখ শহরে পিন কোড।

পেয়ে যাবেন রিওয়ার্ড। আসলে এটি হলো ইন্ডিয়ান অয়েলের একটি লয়ালটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় গ্রাহকরা যেকোনো পেট্রোল পাম্পে জ্বালানির জন্য কেনাকাটায় পেতে পারেন অতিরিক্ত পয়েন্ট। ৭৫ টাকা খরচ করে ১ পয়েন্ট পেতে পারবেন যে কোনো গ্রাহক।

১০০ পয়েন্ট যদি গেইন করেন সে ক্ষেত্রে ৩০ টাকার ব্যালেন্স পেতে পারেন আপনি। সেটা খরচ করতে হবে জ্বালানি কেনার সময়। তবে বর্তমানে শুধুমাত্র মুম্বাই দিল্লি চেন্নাই আহমেদাবাদ ব্যাঙ্গালোর ভুবনেশ্বর কোয়েম্বাটুর মহিশুর এবং পুনে ও সেকেন্দ্রাবাদে এই অফার চালু রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments