নিজস্ব প্রতিনিধি(সুজাতা):ঝোলা থেকে বেড়াল বেড়িয়ে পড়েছে!!এরা সবাই তৃণমূলের পৃষ্ঠপোষক(দালাল)।একজন হলেন বাংলাপক্ষ এর গর্গ চ্যাটার্জী যিনি তোলামূলের টাকায় লোক দেখানো বাঙালি স্বার্থের কথা বলেন।আসলে উনি হলেন পাক্কা একজন তৃণমূলি এজেন্ট যিনি বাংলাপক্ষের অছিলায় তৃণমূলের হয়ে কাজ করে চলেছেন(নিম্নে ছবিতে তা পরিস্কার)। আর দ্বিতীয়টি হল ছিপেম,যারা শাসকদলের দেওয়া অক্সিজেন নিয়ে বাঙালি বাঙালি খেলা খেলে চলেছে।ভাবখানা এমন যেন তারা বাংলা এবং বাঙালির খুব ভালো চায়!!তারা ভুলে গেছে যে তারা কতো কলকারখানা বন্ধ করেছে,ইংরিজি শিক্ষা তুলে দিয়েছে,নয়ের দশকে কম্পিউটারকে আটকে দিয়েছে!!আমরা প্রশ্ন করতে চাই এই কাজগুলো করে বলুনতো তারা কোন বাংলা এবং বাঙালির ভালো করেছে?নাকি বাংলা এবং বাঙালিকে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে দায়িত্ব নিয়ে,বলা ভালো কয়েকটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে দায়িত্ব নিয়ে!
সুইটি বিবি এবং তার পরিবারের সদস্যরা সবাই বাংলায় কথা বলেন ঠিকই,তবে তারা কেউ ভারতীয় নন বা পশ্চিমবঙ্গের নাগরিকও নন,তারা প্রত্যেকেই অনুপ্রবেশকারী!কেননা সুইটি বিবিরা দিল্লী পুলিশের কাছে জেরায় স্বীকার করেছেন যে তারা বাংলাদেশের নাগরিক। আর এই বাংলায় কথা বলা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে নিয়ে এবং দেশের সুরক্ষা ও স্বার্থকে বিঘ্নিত করে এরা সস্তার নোংরা রাজনীতি করে চলেছে।তাই বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই কথাগুলোকে তুলে ধরলাম। ভাবুন,একবার ভাবুন,অন্তত ভাববার চেষ্টা করুন,নইলে আগামীতে ভয়ঙ্কর দিন অপেক্ষা করে আছে!!