নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ, কোলকাতা:
আসন্ন দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ‘MS ক্রিয়েশন’-এর ব্যানারে অনুষ্ঠিত হলো এক বিশেষ ফটোশুট। ঐতিহ্যবাহী বাঙালিয়ানাকে আধুনিকতার ছোঁয়ায় নতুন আঙ্গিকে তুলে ধরা হলো এই শুটে। অংশ নেন মোট ২০ জন মডেল।
ডিজাইনার ব্র্যান্ড—‘জাগরণ’ এবং ‘আলোর পাখি’র বৈচিত্র্যময় শাড়ি, ধুতি ও পাঞ্জাবিতে সজ্জিত হয়ে মডেলরা পোজ দেন ক্যামেরার সামনে। ট্র্যাডিশনাল পোশাকে আধুনিক ছোঁয়ার এই অনন্য মিশেল ফ্যাশনপ্রেমীদের নজর কাড়বেই বলে মনে করছেন আয়োজকরা।
ক্যামেরার পেছনে ছিলেন খ্যাতনামা ফটোগ্রাফার সুরজিৎ পাল, যিনি নিখুঁতভাবে বন্দি করেছেন প্রতিটি মুহূর্ত। মেকআপের দায়িত্বে ছিলেন রুখসানা ও তাঁর দক্ষ টিম।
এই গোটা প্রজেক্টের পরিকল্পনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন ‘MS ক্রিয়েশন’-এর কর্ণধার সুদীপ্ত দেবনাথ ও মোনালি। তাঁরা জানান, দীপাবলির এই বিশেষ উদ্যোগের পাশাপাশি তাঁরা নিয়মিতভাবে ব্র্যান্ড শুট, অ্যালবাম ও মডেল শুট, রেকর্ডিং, এবং গ্রুমিং-এর কাজ করে চলেছেন।
দীর্ঘদিনের মডেলিং জগতের অভিজ্ঞ সুদীপ্ত ও মোনালি ইতিমধ্যেই বহু ফ্যাশন শো-তে অংশ নিয়েছেন এবং আগামী দিনে নিজেরা সফল ফ্যাশন শো আয়োজনের পরিকল্পনাও করছেন।
এই ফটোশুটের ব্যানার ও মডেলদের ছবি এবারের কালী পুজোয় দেখা যাবে উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক মণ্ডপে। নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় ২০ জন মডেল থাকছেন এই ব্যানার সিরিজে, যা এবারের উৎসব মরশুমে ফ্যাশনের নতুন রঙ যোগ করবে।