নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ রাজারহাট, ৪ঠা আগস্ট, ২০২৫: পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে আজ থেকে যুক্ত হলো এক নতুন নাম—‘ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি’ (NCP)। রাজ্যের রাজারহাটের দ্য ওয়েস্টিন হোটেলের জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো এই নতুন রাজনৈতিক শক্তি। অনুষ্ঠানে সমাজের নানা স্তরের বিশিষ্টজনদের উপস্থিতি রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
দলের প্রতিষ্ঠাতা আকাশ ঘটক এদিন মঞ্চ থেকে সাফ জানিয়ে দেন, “রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে এক সৎ ও শক্তিশালী বিকল্প শক্তি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “NCP শুধু একটা দল নয়, এটা এক নৈতিক আন্দোলন। স্বচ্ছ রাজনীতি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রথম লক্ষ্য।”
NCP নেতৃত্বের দাবি, রাজ্যের প্রতিটি বিধানসভা আসনে তারা তাদের প্রার্থী দেবে এবং আগামী নির্বাচনে দুর্নীতিমুক্ত, কর্মসংস্থানমুখী এবং বাংলার সংস্কৃতি-ঐতিহ্যের পুনরুত্থান ঘটানোই তাদের মূল অঙ্গীকার। ভবিষ্যতে রাজ্যের গণ্ডি পেরিয়ে গোটা দেশের বিভিন্ন প্রান্তে NCP-র সংগঠন বিস্তার করার পরিকল্পনাও জানিয়েছেন আকাশ ঘটক।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আকাশ ঘটক বলেন, “আমরা চাই বাংলা আবার শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক, বাংলার শিকড়ের সঙ্গে বাংলার মানুষ গর্ব করে জুড়ে থাকুক। আমরা চাই প্রত্যেকে এগিয়ে এসে এই নতুন যাত্রার সঙ্গী হোক।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, তরুণ সমাজকর্মী সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা NCP সমর্থকরা। সবার কণ্ঠে শোনা গেল— পরিবর্তনের ডাক।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, NCP-র এই আত্মপ্রকাশ আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষত তরুণ প্রজন্ম এবং দুর্নীতিবিরোধী প্ল্যাটফর্ম হিসেবে দলটির এগিয়ে আসা নজরকাড়া।
#NCP #PoliticalLaunch #WestBengalPolitics #Rajahaat #TheWestin #BengalPolitics #AakashGhatak #BengalNews