Sunday, October 19, 2025
Homeকলকাতাসারা কলকাতাজুড়ে “অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট”-এর স্বপ্নপূরণ পুজো পরিক্রমা শারদ সম্মান...

সারা কলকাতাজুড়ে “অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট”-এর স্বপ্নপূরণ পুজো পরিক্রমা শারদ সম্মান ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ,কলকাতা: উৎসবের মরশুমে সারা শহরজুড়ে অনুষ্ঠিত হলো অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট পরিচালিত স্বপ্নপূরণ পুজো পরিক্রমা শারদ সম্মান ২০২৫। সহযোগিতায় ছিলেন শুভ মল্লিক এবং সূর্য ঘোষ। উত্তর থেকে দক্ষিণ কলকাতা—পুরো শহর জুড়ে ঘুরে বেড়িয়ে বিভিন্ন বারোয়ারি ও আবাসনের পুজো পরিদর্শন করেন অভিষেক দত্ত ও তাঁর টিম, সঙ্গে ছিলেন একঝাঁক অতিথি শিল্পী।

বিচারকমণ্ডলীর রায়ে সেরা কিছু পুজো মণ্ডপকে প্রদান করা হয় শারদ সম্মান ২০২৫। এবছরের পুরস্কৃত পুজোগুলি হল—

১. দক্ষিণ ঢাকুরিয়া সার্বজনীন – সেরা পরিবেশ
২. বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন দুর্গোৎসব, দক্ষিণ কলকাতা – সেরা থিম
৩. শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব – সাবেকিয়ানা সেরা পূজা মণ্ডপ
৪. বউবাজার শত দল সংঘ – সেরা প্রতিমা
৫. উত্তর কলকাতা সার্বজনীন দুর্গোৎসব – সেরা সাবেকি ভাবনা
৬. হাসি খুশি ক্লাব সার্বজনীন দুর্গোৎসব – সেরা প্রতিমার মুখ
৭. ন-পাড়া পল্লী সংঘ সার্বজনীন দুর্গোৎসব – সেরা প্রতিমা সাজসজ্জা
৮. পানশিলা ঠাকুর বাড়ি সার্বজনীন দুর্গোৎসব – জিতে নিল সেরার সেরা পুজো মণ্ডপ শারদ সম্মান

অন্যান্য বছরের মতো এবছরও গ্যালাক্সি অফ আর্ট-এর এই উদ্যোগ ঘিরে পুজো কমিটি ও শিল্পীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস ও কৌতূহল। সংস্থার কর্ণধার অভিষেক দত্ত জানিয়েছেন, “সারা বছর জুড়ে আমরা নানা সামাজিক ও সৃজনশীল উদ্যোগে কাজ করি। আগামী দিনে আরও নতুন প্রকল্প নিয়ে আসছি।”

যারা মডেলিং ও অভিনয় ক্ষেত্রে কাজ করতে ইচ্ছুক, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট-এর সঙ্গে।

যোগাযোগ ফোন নং :৮৯১০৮৯৬৮৫৯

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments