নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ, কলকাতা, ১৪ই সেপ্টেম্বর – দুর্গাপুজোর প্রাক্কালে শহরের এসপ্ল্যানেডের ১/২ স্টুডিওতে অনুষ্ঠিত হলো বিশেষ আয়োজন “আগমনী ব্যানার ফটোশুট ২০২৫”। এই আয়োজনের দায়িত্ব নেয় RR House of Entertainment।
অনুষ্ঠানে অংশ নেন ১৪ জনেরও বেশি মডেল, যাঁরা নিজেদের প্রতিভা ও গ্ল্যামার তুলে ধরার সুযোগ পান। তাঁদের তোলা ছবি শোভা পাবে কলকাতার বিভিন্ন দুর্গাপুজো প্যান্ডেলের ব্যানারে।
ফটোশুটের কস্টিউম ও জুয়েলারির দায়িত্বে ছিলেন Chandrima’s RR Fashion Hub-এর কর্ণধার ও সেলিব্রিটি ডিজাইনার চন্দ্রিমা বসু। শুধুমাত্র সাজসজ্জাই নয়, গোটা অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বও তিনিই সামলান। তিনি জানান, “এটি নারীদের জন্য সবচেয়ে নিরাপদ প্ল্যাটফর্ম, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের প্রতিভা ও গ্ল্যামার তুলে ধরতে পারবেন এবং নতুন কিছু শিখতেও পারবেন।”
এই আয়োজনে ফটোগ্রাফার ছিলেন অভিজিৎ কুন্ডু, মেকআপ আর্টিস্ট অর্পিতা ও পিউ, হেয়ার ও শাড়ি ড্রাপিংয়ের দায়িত্বে ছিলেন দীপা দাস। ফুড পার্টনার হিসেবে যুক্ত ছিলেন ‘OM Creation’-এর অনুপ্রিয় ও তনুমিতা।
শুধু এই ফটোশুটই নয়, সারা বছর জুড়ে RR House of Entertainment আয়োজন করে ফ্যাশন শো, শর্ট ফিল্ম, ব্র্যান্ড ফটোশুট এবং আরও নানা সৃজনশীল কাজ। নতুন প্রতিভাদের প্রোফাইল তৈরি থেকে শুরু করে প্রশিক্ষণ ও কাজের সুযোগ করে দেওয়াই সংস্থার লক্ষ্য।
দুর্গোৎসবের আগমুহূর্তে এই আয়োজনকে কেন্দ্র করে শহরে তৈরি হয়েছে এক বিশেষ উৎসবের আবহ। কলকাতার বিভিন্ন প্যান্ডেলে শোভা পাবে “আগমনী ২০২৫”-এর বিশেষ ব্যানার।
📞 যোগাযোগ – 8910973402
🏢 ঠিকানা – 141/2B, Lenin Sarani, Vinayak Apartment, Kolkata – 700013