Monday, October 20, 2025
Homeকলকাতাঅভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট'-এর কর্ণধার অভিষেক দত্ত নিয়ে এলেন নতুন উদ্যোগ...

অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট’-এর কর্ণধার অভিষেক দত্ত নিয়ে এলেন নতুন উদ্যোগ “বং স্টাইল আইকন সিজন-১

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরণের লড়াই দীর্ঘ পরিশ্রমের ফসল। সেই বার্তাকেই সামনে রেখে ‘অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট’-এর কর্ণধার অভিষেক দত্ত নিয়ে এলেন নতুন উদ্যোগ “বং স্টাইল আইকন সিজন-১”। দীর্ঘ তিন মাস ধরে নবাগত ও অভিজ্ঞ মডেলদের অনুশীলনের মাধ্যমে বড় সপ্তমী ব্যানার্জি, স্নেহাশীষ ও অভিষেক দত্ত নিজে মডেলদের গ্রোমিং করিয়ে মঞ্চে সবার সেরা পারফরমেন্স তুলে ধরলেন।

কলকাতা, শহরতলি, সারা বাংলা এবং উড়িষ্যা থেকে আগত প্রতিভাবান মডেলরা অংশ নিলেন এই অনুষ্ঠানে। মঞ্চে ডিজাইনার ধ্রুব সেনগুপ্ত, রাজিব, সুমন, মন্দিপ, কৌস্তব ও মৃণালের Puja Collection দর্শকদের সামনে তুলে ধরা হয়। হাতের কাজের অনন্য গহনা দিয়ে সাজিয়েছিলেন অরুনিমা ও শম্পা। মডেলদের সাজসজ্জার দায়িত্বে ছিল ল্যাকমি একাডেমী সল্টলেক।

ঐতিহাসিক সুজাতা দেবী স্মৃতিসৌধ মঞ্চে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা দেবরাজ মুখার্জি,অভিনেতা অয়ন ঘোষ প্রমুখ। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন শুভ মল্লিক।

অভিষেক দত্ত জানিয়েছেন, “ভালো শিল্পী হতে গেলে সর্বপ্রথম ভালো মানুষ হওয়া জরুরি। আমাদের এই প্রচেষ্টা নতুনদের জন্য আরও বড় দরজা খুলে দেবে। ভবিষ্যতেও আমরা অভিনব উদ্যোগ নিয়ে আসব।”

যারা অভিনয় ও মডেলিং জগতে কাজ করতে আগ্রহী, তারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ৮৯১০৮৯৬৪৫৯।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments